প্রতিবেদন : নাম না করে বিরোধীদের তোপ দাগলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেন, ‘‘আমাদের নামে অনেকে কুৎসা করছেন, বন্ধ করুন।” তাঁর দাবি, কিছু নেতার জন্য দলের বদনাম হচ্ছে। বিরোধীরা দলের সবাইকে কালিমালিপ্ত করার চেষ্টা করলে কড়া জবাব দেওয়ার কথাও কর্মীদের উদ্দেশে বলেছেন তিনি।
আরও পড়ুন-ঘোড়ার স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ
রবিবার উত্তর ২৪ পরগনার পানিহাটির একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সাংসদ। সেখান থেকেই এই মন্তব্য করেন তিনি। সাংসদ জানান, দল কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। দলের মধ্যে কিছু লোক খারাপ কাজ করেছে। যারা খারাপ কাজ করেছে তাদের দল থেকে বের করে দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর বক্তব্য, তৃণমূলের ৯৫ শতাংশ কর্মী সৎ ও নিষ্ঠাবান। কয়েকজনের জন্য দলের মধ্যে সবাইকে বিরোধীরা সমালোচনা করলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। সৌগত রায়ের পর মন্তব্য করলেন শোভনদেব চট্টোপাধ্যায়। সোমবার খড়দহে তৃণমূল ছাত্র পরিষদের এক সভায় তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি ছেটানোর অধিকার কারও নেই।