আন্তর্জাতিক

খারকিভে তীব্র রুশ হামলা

প্রতিবেদন : যে কোনওভাবেই হোক না কেন ইউক্রেনকে নিজেদের দখলে আনতে মরিয়া হয়ে উঠেছে রাশিয়া। পুতিন বাহিনীর আক্রমণে আগেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল ইউক্রেনের মারিউপোল শহর। এবার উত্তর-পূর্ব ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও (Ukraine, kharkiv) একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালাল রাশিয়া। শনিবার একের পর এক রুশ গোলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই শহরের (Ukraine, kharkiv)। খারকিভের পাশাপাশি মাইকোলিভ শহরেও এদিন ব্যাপক গোলাগুলি চালিয়েছে রাশিয়া (Russia)। এরইমধ্যে রাশিয়াকেও পাল্টা জবাব দিয়ে চলেছে ইউক্রেনীয় সেনা। শনিবার ব্রিটিশ সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ জানিয়েছে, এই যুদ্ধে রাশিয়ার বড় মাপের ক্ষয়ক্ষতি হয়েছে। রাশিয়া আগেই জানিয়েছিল, ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকা ইউক্রেনকে কোনওরকম অস্ত্র পাঠালে সেগুলি ধ্বংস করে দেওয়া হবে। সেই মতোই শুক্রবার রাত থেকেই রাশিয়া ইউক্রেনের একাধিক অস্ত্রভাণ্ডারে ব্যাপক হামলা চালায়। ইউক্রেনীয় সেনা যাতে পাল্টা হামলা চালাতে না পারে সেজন্য শনিবার খারকিভ শহরে তিনটি সেতু উড়িয়ে দিয়েছে পুতিন বাহিনী। ধ্বংস করে দিয়েছে একটি মিউজিয়াম। এরইমধ্যে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি দাবি করেছেন, রুশ হামলায় মারিউপোল শহর সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। যুদ্ধের খবর সংগ্রহ করতে গিয়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন ইউক্রেনের সাংবাদিক আলেকজান্ডার মেকভ। প্রয়াত সাংবাদিকদের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন জেলেনস্কি।

আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনে বিধায়কদের নমুনা স্বাক্ষর

অন্যদিকে আজভস্টল ইস্পাত কারখানায় আটকে থাকা সাধারণ নাগরিক ও সেনাদের উদ্ধারের কাজ চলছে। যুদ্ধের কারণে প্রায় দু’মাস তাঁরা ওই ইস্পাত কারখানার বাঙ্কারে আশ্রয় নিয়েছিলেন। ওই বাঙ্কার থেকে সদ্য বেরিয়ে আসা ২৪ বছরের তরুণী অ্যানা জেইতসেভ জানিয়েছেন, এই দু’মাস তাঁরা নিয়মিত পেটভরে খেতে পাননি। মেলেনি পর্যাপ্ত পানীয় জল। পানীয় জল বলতে বৃষ্টি ও তুষারপাতই ছিল ভরসা। প্রচণ্ড ঠান্ডায় জমে যাওয়া বরফ গলিয়ে তাঁরা পানীয় জল পেতেন। খাবার নিয়ে পরিবারের সদস্যের মধ্যে প্রায়ই কাড়াকাড়ি চলত। এমনকী, মাঝে মাঝেই বাঙ্কারের ভিতরে অক্সিজেনেরও ঘাটতি হত। এভাবেই নিদারুণ কষ্টের মধ্যে তাঁরা সেখানে দু’মাস কাটিয়েছেন। যখন-তখন বোমাবর্ষণ, ঘনঘন সাইরেনের শব্দ, উড়ে আসা ক্ষেপণাস্ত্রের প্রচণ্ড বিস্ফোরণের শব্দে তাঁরা বাঙ্কারের মধ্যেও ভয় ও আতঙ্কে কেঁপে উঠতেন। ঠিকমতো খেতে না পেয়ে এই দু’মাসে তাঁর ২০ পাউন্ড ওজন কমে গিয়েছে। একই পরিস্থিতি তাঁর মা-বাবা ও শিশুসন্তানের। অ্যানা আরও জানিয়েছেন, বাঙ্কারের নিচে খুপরি ঘরগুলির চূড়ান্ত অস্বাস্থ্যকর পরিবেশে বহু পরিবার দিন কাটাতে বাধ্য হয়েছে। প্রতি মুহূর্তেই প্রাণসংশয়ের আশঙ্কায় ভুগতেন তাঁরা। বাঙ্কার থেকে বেরিয়ে এসে দিনের আলোর মুখ দেখে তাঁরা কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন। তবে অ্যানা জানেন না, এই স্বস্তি কতক্ষণ স্থায়ী হবে।

Jago Bangla

Recent Posts

জানুয়ারিতেই দ্বিতীয় দফায় ইন্টারভিউ, বিজ্ঞপ্তি পর্ষদের

প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…

17 minutes ago

‘অনুমোদন’ পোর্টালের জাতীয় স্বীকৃতি, ডিজিটাল পরিকাঠামোয় পুরস্কৃত রাজ্য সরকার

রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…

37 minutes ago

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…

2 hours ago

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

4 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

8 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

8 hours ago