ইউক্রেনের হাসপাতালে রুশ মিসাইল হামলা, মৃত ২

Must read

প্রতিবেদন: মানবিকতা সংক্রান্ত সব ধরনের নীতি লঙ্ঘন করে ফের ইউক্রেনের এক হাসপাতালে মিসাইল হামলা চালাল রাশিয়া। এই মিসাইল হামলায় (missile attack) কমপক্ষে দু’জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩০ জন। চারজনের কোনও খোঁজ মিলছে না। ওই হাসপাতাল ভবনটি সম্পূর্ণ ধসে পড়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজে এই রুশ হামলার কথা জানিয়েছেন। হাসপাতালে হামলার ঘটনা সামনে আসতেই একাধিক দেশ রাশিয়ার নিন্দা করেছে। জানা গিয়েছে, ইউক্রেনের নিপ্রো শহরের এক হাসপাতালে শুক্রবার রাতে এই মিসাইল হামলা (missile attack) হয়। হামলার ফলে হাসপাতাল ভবনটি সম্পূর্ণ ধসে পড়েছে। এই ঘটনায় মৃত্যু হয়েছে হাসপাতালে ভর্তি থাকা দুই রোগীর। আহতদের মধ্যে বেশ কয়েকটি শিশু। ৩০ জন আহতের মধ্যে ৭ জনের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ইতিমধ্যেই উদ্ধারকারী দল হাসপাতালে ধ্বংসস্তূপ সরানোর কাজ চালাচ্ছে। নিপ্রো প্রদেশের গভর্নর সেরোহি লিসাক জানিয়েছেন, শুক্রবার রাতেই আচমকাই পুতিন বাহিনী নিপ্রো শহরের উপর রকেট ও ড্রোন হামলা চালায়। রাজধানী কিয়েভেও হামলা চালিয়েছে রুশ সেনা। এরপর আচমকাই শহরের এক হাসপাতালের উপর একটি রুশ মিসাইল আছড়ে পড়ে। কিয়েভে রকেট হানাতেও বেশ কয়েকটি বাড়ি, শপিংমল ও একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর সাহায্য পেয়ে অভিভূত খাদিকুল

Latest article