প্রতিবেদন : এবার ভারতের মাটিতে অস্ত্র তৈরি করবে রাশিয়া (Russia- India)। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর ঘোষণা করলেন রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। মেক ইন ইন্ডিয়ার অংশ হিসাবে ভারতের সামরিক পণ্য উৎপাদন করবে রাশিয়া (Russia- India)।
গত সোমবার পাঁচদিনের সফরে রাশিয়া গিয়েছেন জয়শঙ্কর। সেখানে বুধবার রুশ বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি। এই বৈঠকে অস্ত্র উৎপাদন, প্রযুক্তির উন্নয়নের মতো একাধিক বিষয় আলোচনা হয় দুই মন্ত্রীর। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে লাভরভ ঘোষণা করেন, এবার ভারতে অস্ত্র তৈরি করবে রাশিয়া। এই পদক্ষেপের দ্রুত অগ্রগতি হচ্ছে। এদিন রুশ বিদেশমন্ত্রী বলেন, রাশিয়া দিল্লির এই উদ্যোগকে সমর্থন করতে প্রস্তুত। আমরা বুঝি এই প্রকল্প কতটা গুরুত্বপূর্ণ। মেক ইন ইন্ডিয়ার অংশ হিসাবে আমরা বিভিন্ন সামরিক পণ্য উৎপাদন করব। সবরকম সহযোগিতার জন্য আমরা তৈরি। লাভরভ আরও বলেন, খুব শীঘ্রই নর্থ-সাউথ ট্রান্সপোর্ট করিডর প্রকল্প বাস্তবায়িত হবে।
ইউক্রেনের সঙ্গে চলতি যুদ্ধের পরিস্থিতিতে ভারত-রাশিয়ার বন্ধুত্বকে অন্য মাত্রা দিয়েছেন ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বের বেশিরভাগ দেশ যখন রাশিয়ার থেকে বাণিজ্যিকভাবে মুখ ফিরিয়েছিল সেই সময় ইউরোপের চোখরাঙানিকে উপেক্ষা করে রাশিয়ার তেল কেনে ভারত। এরপর গত জুন মাসে মস্কোর একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময়ে পুতিনকে বলতে শোনা যায়, ভারত আমাদের বন্ধু। প্রধানমন্ত্রী মোদির সঙ্গেও রাশিয়ার ভাল বন্ধুত্ব রয়েছে। ভারতে ‘মেক ইন ইন্ডিয়া’ নামে একটি প্রকল্প চালু রয়েছে। দেশের অর্থনীতিতে তার প্রভাব খুব ভাল ভাবেই দেখা গিয়েছে। ভারতের দেখানো উপায়ে দেশে তৈরি পণ্য জনপ্রিয় করে তুলতে পারে রাশিয়াও।
আরও পড়ুন- ভোট আসছে, লোকদেখানো খ্রিষ্টান সম্প্রদায় তোষণের অভিযোগ মোদির বিরুদ্ধে