প্রতিবেদন : বিশ্বদরবারে কোণঠাসা হয়েও ইউক্রেনের উপর হামলার ধার কমাতে নারাজ রাশিয়া। রুশ সেনার হাত থেকে বাঁচতে ক্রামাত্রস্ক রেল স্টেশনে জড়ো হয়েছিলেন ইউক্রেনীয়রা৷ মানব করিডর করে তাঁদের নিয়ে যাওয়া হয়েছিল স্টেশনে৷ শুক্রবার সেই স্টেশনেই বোমারু বিমান থেকে মিসাইল বর্ষণ করল রুশ সেনা৷ তার জেরে প্রাণ হারালেন বহু৷ কমপক্ষে ৩৫ জন নাগরিক মারা গিয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক৷ আহত শতাধিক৷ তাঁদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক৷
আরও পড়ুন-হাফিজের কারাদণ্ড
আহত ও মৃতদের অধিকাংশই মহিলা এবং শিশু৷ অন্যদিকে এই প্রথম রাশিয়ার তরফে স্বীকার করা হয়েছে, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে তাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ইউক্রেনে রাশিয়ার হামলার ৪৪তম দিনে যুদ্ধে নিজেদের প্রচুর সৈন্য হতাহত হয়েছেন বলে স্বীকার করেছে ক্রেমলিন। রুশ প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে বলেছেন, হতাহতের ঘটনা আমাদের জন্য বড় ধরনের ট্র্যাজেডি। রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদ থেকে বরখাস্ত করার বিষয়ে মস্কো বলেছে, এই সিদ্ধান্ত ‘অবৈধ’ এবং ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’।