ইসলামাবাদ : তালিবানকে সার্কের বৈঠকে জায়গা দেওয়ার দাবি জানিয়ে মুখ পোড়াল পাকিস্তান। ইমরান সরকারের এই অন্যায় দাবির জেরে ভেস্তে গেল সার্ক বৈঠকই। চলতি সপ্তাহেই নিউইয়র্কে সার্ক অন্তর্ভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক হওয়ার কথা ছিল। সেই বৈঠকে আফগানিস্তানের তালিবান বিদেশমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর দাবি তুলে জেদ ধরে পাকিস্তান। সঙ্গে সঙ্গে পাক দাবিকে পত্রপাঠ খারিজ করে দেয় সার্কভুক্ত দেশগুলি। ঘটনার জেরে শেষ পর্যন্ত বাতিল হয়ে গেল এবারের সার্ক বৈঠক।
আরও পড়ুন-স্বাস্থ্যসাথী
দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক সহযোগিতা আরও বৃদ্ধি করার লক্ষ্যেই গঠন করা হয়েছিল সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশন বা সার্ক। সার্কভুক্ত দেশগুলি হল ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, মলদ্বীপ, নেপাল ও ভুটান। সার্কভুক্ত দেশগুলির মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে একাধিকবার তীব্র মতবিরোধ হয়েছে। এর আগে ২০১৬ সালে সার্কভুক্ত দেশগুলির বৈঠক হওয়ার কথা ছিল ইসলামাবাদে। কিন্তু জম্মু-কাশ্মীরের উরিতে জঙ্গি হামলার প্রতিবাদ জানিয়ে ভারত সেই বৈঠক বয়কট করে। ভারত মুখ ফিরিয়ে নেওয়ায় নেপাল, ভুটান, শ্রীলঙ্কার মতো দেশও ইসলামাবাদের বৈঠকে অংশ নেবে না বলে জানিয়ে দেয়।
আরও পড়ুন-গ্যাসের দাম দিয়ে যান! ভবানীপুরে বিজেপির প্রচারে আসা পেট্রোলিয়াম মন্ত্রীকে কটাক্ষ মমতার
এবার ২৪ সেপ্টেম্বর শুক্রবার নিউইয়র্কে সার্কের বিদেশমন্ত্রীদের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করে সেই বৈঠকে তালিবানকে অন্তর্ভুক্ত করার দাবি তোলে পাকিস্তান। ভারত-সহ একাধিক দেশ সেই প্রস্তাব তৎক্ষণাৎ খারিজ করে দেয়। কূটনৈতিক মহল মনে করছে, তালিবানকে সার্কের বৈঠকে আমন্ত্রণ জানানোর ডাক দিয়ে ফের একবার আন্তর্জাতিক মঞ্চে নিজেদের মুখ পোড়াল ইমরান সরকার। তালিবানকে সর্বতোভাবে সমর্থন দেওয়ায় আন্তর্জাতিক মঞ্চে স্পষ্ট হচ্ছে তালিবান জঙ্গিদের পিছনে পাক মদত কত গভীর! আর এই ইস্যুতে সার্কের বৈঠকেও ক্রমশই কোণঠাসা হচ্ছে তালিবান জঙ্গিদের মদতদাতা ইমরান খান সরকার। পাকিস্তানের এই ভূমিকাকে সার্কভুক্ত দেশগুলি যে সমর্থন করছে না তা বৈঠক বাতিলের সিদ্ধান্তেই স্পষ্ট।