কমলা-মোদি বৈঠক

Must read

প্রতিবেদন : চার রাষ্ট্রশক্তির সংগঠন ‘কোয়াড’ সম্মেলনে যোগ দিতে আপাতত মার্কিনভূমিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে মোদির একাধিক বৈঠক ও কর্মসূচির পাশাপাশি এই সফরেই প্রথম ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের মুখোমুখি হবেন মোদি।

আরও পড়ুন-তালিবানের হয়ে সওয়াল পাকিস্তানের, প্রতিবাদে বাতিল হল সার্ক বৈঠক

বৃহস্পতিবার হবে বৈঠক। বৈঠকে ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে নানা বিষয়ে উচ্চপর্যায়ের কথা হবে বলে ইঙ্গিত মিলেছে হোয়াইট হাউস তরফে। এর আগে গত জুন মাসে ফোনে দীর্ঘক্ষণ কথা হয়েছিল নরেন্দ্র মোদি ও কমল হ্যারিসের। সে সময় মূলত কোভিড প্রসঙ্গেই তাঁরা কথা বলেছিলেন বলে হোয়াইট হাউস সূত্রে জানানো হয়েছিল। আর এবার সেই ইস্যুতেই মুখোমুখি আলোচনা হবে তাঁদের। করোনা পরিস্থিতির পাশাপাশি মানবাধিকার সংক্রান্ত বিষয়, জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নিয়ে কথা হবে মোদি-কমলার।

Latest article