ছোট্ট একটা সোনার দোকান আছে আমার। তাতে সংসার চলে কোনওরকমে। হঠাৎ একদিন বুকে তীব্র ব্যথা শুরু হয়। কালনা মহকুমা হাসপাতালে ভর্তি হই। হার্টের সমস্যা চিহ্নিত হয়। কলকাতার ঢাকুরিয়ায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান বাড়ির লোকজন। হাসপাতাল থেকে জানানো হয়, খরচ পড়বে ১ লাখ ৮৩ হাজার টাকা। এত টাকা আমার মতো লোকের পক্ষে জোগাড় করা তো সম্ভবই ছিল না। ভাগ্যিস সময়মতো দিদির স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড করিয়ে নিয়েছিলাম। সেই কার্ড দেখিয়ে সুষ্ঠুভাবে অস্ত্রোপচার হয়ে গেল। আমার একটা টাকাও খরচ করতে হল না।