প্রতিবেদন : ঠিক লক্ষ্যে এগিয়ে চললে সাফল্য মেলেই। দারিদ্র্য কিছুতেই বাধা হয়ে দাঁড়াতে পারে না। তবে এখন মুখ্যমন্ত্রী পড়ুয়াদের জন্য একাধিক প্রকল্প এনে দিয়ে তাদের লড়াইয়ের পথ সুগম করে দিয়েছেন। তারই অন্যতম উদাহরণ উত্তরবঙ্গে কোচবিহার জেলার মেয়ে সাবানা ইয়াসমিন। এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় পেয়েছে ৪৬০ নম্বর। পেশায় রাজমিস্ত্রি মফারজ্জল হক মেয়েকে মানুষের মতো মানুষ করে তোলার লক্ষ্যে প্রাণপাত করে চলেছেন। মেয়েকে নিয়ে তাঁর অনেক স্বপ্ন। সেই বাবার স্বপ্নপূরণ করতে মেয়ে সাবানাও জানপ্রাণ লড়িয়ে দিচ্ছে। খুনিয়াবাড়ি এলাকার বাসিন্দা সাবানা চ্যাংরাবান্ধা উচ্চ বিদ্যালয় থেকে এই বছর উচ্চমাধ্যমিক দিয়েছিল।
আরও পড়ুন-আদালতের রায়ে বিপাকে ব্রিজভূষণ
শুক্রবার দুপুরে বাড়িতে বাবা মফারজ্জল ও মা আঞ্জুমা খাতুনের সঙ্গে বসে সাবানা জানাল, তিন ভাইবোনকে মানুষ করতে অনেক কষ্ট করেছেন মা-বাবা। তাঁদের স্বপ্নপূরণে নিজের পায়ে দাঁড়াতে চায় সে। সাবানার প্রিয় বিষয় ভূগোল আর রাষ্ট্রবিজ্ঞান। এরই একটা নিয়ে পড়তে চায় সে। মা আঞ্জুমা জানান, মেয়ে দশজনের একজন হলে তিনি খুশি হবেন। খুশি হয়ে বাবা জানান, আজ তাঁর সব পরিশ্রম সার্থক হল। চ্যাংরাবান্ধা উচ্চবিদ্যালয় শিক্ষকেরা সাবানার সাফল্যে খুব খুশি। ভারপ্রাপ্ত শিক্ষক বাবুলাল সিং বলেন, সাবানা চ্যাংরাবান্ধার গর্ব। ও বরাবর ভাল ছাত্রী, শিক্ষক-শিক্ষিকাদের পরামর্শ মেনে চলত। তাতেই সাফল্য পেয়েছে। ১০ তারিখ মার্কশিট বিতরণের পর আমরা সাবানার বাড়ি গিয়ে সংবর্ধনা প্রদান করব।