সংবাদদাতা, বালুরঘাট : বাংলার উন্নয়নের ১১ বছর বর্ষপূর্তি উপলক্ষে দক্ষিণ দিনাজপুরে সবুজসাথীর সাইকেল র্যালি অনুষ্ঠিত হল। বুধবার সকালে বালুরঘাট স্টেডিয়াম থেকে শুরু হয়ে র্যালিটি বালুরঘাট বাসস্ট্যান্ড-ডানলপ মোড়-আন্দোলন সেতু হয়ে বালুরঘাট হাইস্কুল মাঠ পর্যন্ত পরিক্রমা করে। এই সাইকেল র্যালিতে অংশ নেন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক আয়েশা রানি এ, জেলার পুলিশ সুপার রাহুল দে-সহ জেলা প্রশাসনের একাধিক আধিকারিক।
আরও পড়ুন-চরম অন্তর্কলহ, চাঁচলে ধস বিজেপিতে
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এই সাইকেল র্যালিতে সামিল হয় প্রায় ২৫০ ছাত্রছাত্রী। বালুরঘাট শহর পরিক্রমা করাকালীন এই র্যালি ঘিরে পথের দু’পাশে থাকা সাধারণ মানুষের উৎসাহ ছিল নজরকাড়া। সাইকেল র্যালিতে সামিল পুলিশ সুপার রাহুল দে বলেন, ‘আমি প্রায়ই এখানে সাইকেল চালাই, আজ এই র্যালিতে চালিয়ে ভাল লাগল। বালুরঘাটের জনগণ ভীষণ ফিট, তাঁরা সবসময় হাঁটাহাঁটি করেন।’ জেলাশাসক আয়েশা রানি এ বলেন, ‘৫ জুন থেকে আমরা বাংলার উন্নয়নের ১১ বছর পালন করছি, যা ২০ তারিখ অবধি চলবে। সবুজসাথী কতটা উন্নয়নের কাজে লেগেছে তা আরও ভালভাবে তুলে ধরার জন্যই এই র্যালির আয়োজন করা হয়।’