গুলিবিদ্ধ সহদেব কলকাতায় পরিবারের পাশে দাঁড়াল দল

নদিয়া দক্ষিণ জেলা সাংগঠনিক তৃণমূল কংগ্রেস সভাপতি রত্না ঘোষ কর সাংবাদিকদের জানালেন, প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Must read

সুব্রত দত্ত, নদিয়া : বিরোধী রাজনৈতিক দলগুলোর লাগাতার চক্রান্তের শিকার হচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা। এক বৃহত্তর চক্রান্তের জাল বোনা হচ্ছে, আশঙ্কা করছেন শীর্ষ নেতৃত্ব। নদিয়ার বগুলায় শিক্ষক সহদেব মণ্ডলের ওপর হামলা তারই উদাহরণ। গুলিবিদ্ধ সহদেব আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে।

আরও পড়ুন-উন্নয়ন সচল রাখতে ছুটিতেও ছুটি নেই

বগুলা মুড়োগাছা দরগাতলার বাড়িতে সকাল থেকে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা পরিবারের পাশে থেকে দুষ্কৃতীদের শাস্তির আশ্বাস দিয়েছেন। সহদেবের স্ত্রী অণিমা স্থানীয় বগুলা পঞ্চায়েতের তৃণমূলের জয়ী সদস্যা। স্বভাবতই ওই এলাকার সুসংগঠক হওয়ার কারণে, হাঁসখালি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শিশির রায়, প্রাক্তন বিধায়ক সমীরকুমার পোদ্দার, পঞ্চায়েত সমিতির সভাপতি মুনমুন বিশ্বাস, হাঁসখালি ১ নম্বর ব্লকের যুব সভাপতি সুবীর বিশ্বাস এবং ২ নম্বর ব্লক সভাপতি বিপিন সাধুখাঁ-সহ জেলা এবং ব্লক তৃণমূল কংগ্রেসের প্রায় সকল নেতৃত্ব উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার কাজ শুরু, কাঁথি পুরসভায় অভিযোগ বাক্স

নদিয়া দক্ষিণ জেলা সাংগঠনিক তৃণমূল কংগ্রেস সভাপতি রত্না ঘোষ কর সাংবাদিকদের জানালেন, প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত চলছে জোরকদমে। তিনি আশাবাদী, দুষ্কৃতীকে অল্প সময়ের মধ্যেই ধরতে সক্ষম হবে প্রশাসন। পরিবারবর্গের পাশে থেকে উপযুক্ত বিচারের সব রকম সহযোগিতা করবেন বলে জানান তিনি। সহদেবের শারীরিক অবস্থা নিয়েও নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।

Latest article