বিয়ের আসরে রক্ত দিলেন পাত্র-পাত্রী

এদিন পাত্র-পাত্রী দুজনেই রক্তদানে এগিয়ে এলেন। ওঁদের বিবাহ উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্ট এক রক্তদান শিবিরের আয়োজন করে ২২ তারিখ।

Must read

কমল মজুমদার, জঙ্গিপুর : বিয়ের মতো আনন্দের অনুষ্ঠান সামাজিক দায়বদ্ধতার নজিরও গড়ল। মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের কাবিলপুর মথরাপুরের বাসিন্দা মরজেম হোসেনের কনিষ্ঠ পুত্র আরিফ হোসেন (সাদ্দাম) বিবাহবন্ধনে আবদ্ধ হলেন আরামবাগের শেখ সফিকুল আলমের একমাত্র কন্যা নাসরিন ইয়াসমিনের সঙ্গে। আর এদিন পাত্র-পাত্রী দুজনেই রক্তদানে এগিয়ে এলেন। ওঁদের বিবাহ উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্ট এক রক্তদান শিবিরের আয়োজন করে ২২ তারিখ।

আরও পড়ুন-গুলিবিদ্ধ সহদেব কলকাতায় পরিবারের পাশে দাঁড়াল দল

জন্মদিনে রক্তদান শিবিরের কথা আজকাল প্রায়ই শোনা গেলেও বিয়ে উপলক্ষে রক্তদান শিবির হয় খুবই কম। সংগঠনের সভাপতি ইফতিকার আলম বলেন, গরম পড়ছে, রক্তের আকাল ঘটবে। তার ওপর সামনেই রমজান মাস। ব্লাড ব্যাঙ্কে রক্ত নেই। তাই বন্ধু আরিফ হোসেনকে বলি বিয়ের অনুষ্ঠানে রক্তদান শিবির করতে। প্রস্তাব পেয়েই আরিফ জানান, সে এবং তাঁর স্ত্রী নাসরিন-সহ পরিবারের সবাই রক্তদান করবে। এদিন শিবিরে ২২ জন রক্তদান করেন।

Latest article