বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাঁইথিয়া (Sainthia) ও বজবজে (Budge Budge Municipality) পুরসভা গিয়েছে তৃণমূল কংগ্রেসের দখলে। বুধবার, ছিল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। আর সেখানেই দেখা গেল এই চিত্র। সাঁইথিয়ার ১৬টি ওয়ার্ডের মধ্যে ১৩টি ওয়ার্ডে নেই কোনও বিরোধী প্রার্থী; ৩টি ওয়ার্ডে শুধু প্রার্থী দিয়েছিল বামেরা। কোনও ওয়ার্ডেই প্রার্থী দিতে পারেনি বিজেপি প্রার্থী। বিরোধীরা প্রার্থী দিতে পারেনি, সেটা তাদের সমস্যা। জেলায় কোথাও কোনও সন্ত্রাস হয়নি। প্রতিক্রিয়ায় জানান দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।
২৭ তারিখের নির্বাচনের জন্য এদিনই ছিল রাজ্যের ১০৮টি পুরসভার ভোটে মনোনয়নের শেষ দিন। সেখানেই দেখা যায় সাঁইথিয়ায় (Sainthia Municipality) বিনা লড়াইয়ে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। ১৬টির মধ্যে ৩টি- ১, ৪, ১২ ওয়ার্ডে প্রার্থী দিয়েছে সিপিআইএম (CPIM)। কিন্তু কোথাও প্রার্থী দিতে পারেনি বিজেপি (BJP)। এই কেন্দ্রে ম্যাজিক ফিগার ছিল ৯। সেখানে ১৩টি ওয়ার্ড তৃণমূলের দখলে। বাকি তিনটি কেন্দ্রে নিয়ম রক্ষার্থে ভোট হবে ২৭ ফেব্রুয়ারি।
আরও পড়ুন: পিএম কেয়ার্স ফান্ডের তথ্য ফাঁস, পড়ে আছে বিপুল টাকা, খরচ অল্পই
অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার বজবজেও (Budge Budge Municipality) একাধিক ওয়ার্ডে বিরোধীরা প্রার্থী না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। এই কেন্দ্রে ম্যাজিক ফিগার ছিল ১১। ২০টি ওয়ার্ডের মধ্যে ১৩টিতে প্রার্থীই দিতে পারেনি বিরোধীরা। ফলে বিনা লড়াইয়ে তৃণমূল ১৩টি ওয়ার্ড জয়ী। সেই কারণে এই বজবজে পুরসভাও চলে গিয়েছে শাসকদলের দখলে। বাকি ৭টি কেন্দ্রে ২৭ ফেব্রুয়ারি নিয়ম রক্ষার্থে ভোট হবে। খবর শুনে আনন্দে মেতে ওঠেন তৃণমূলের কর্মী-সমর্থকরা।