দলের অনুমোদন ছাড়া পদক্ষেপ নয়, নির্দলে হুঁশিয়ারি সায়নীর

Must read

সংবাদদাতা, আসানসোল : দলের মনোনীত প্রার্থী ছাড়া কোনও নির্দলকে কেউ সমর্থন করলে কড়া ব্যবস্থা নেবে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতৃত্ব। নির্দল হিসেবে জিতে কেউ তৃণমূলে ফিরবেন ভাবলে তিনি মূর্খের স্বর্গে বাস করছেন। আসানসোলের (Asansol) দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কড়া বার্তা দিলেন যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh)। তিনি বলেন, কলকাতা পুরভোটেও অনেকেই ভেবেছিলেন, দলীয় টিকিট না পেলেও নির্দল হিসেবে দাঁড়িয়ে জিতে যাবেন। পরে ফিরে আসবেন। কিন্তু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) অবস্থান অত্যন্ত কড়া। নির্দলদের ফেরানো হয়নি দলে।

আরও পড়ুন: প্রতিদ্বন্দী নেই! সাঁইথিয়া ও বজবজ পুরসভা তৃণমূল কংগ্রেসের দখলে

তাঁর (Saayoni Ghosh) সংযোজন, দলে একজনই সুপ্রিমো। তিনি অনুমোদন না দিলে কারওরই ক্ষমতা নেই কিছু করেন। আসানসোল পুরসভার (Asansol Municipality) ১০৬টি ওয়ার্ডেই জয়ের ব্যাপারে আশাবাদী যুবনেত্রী। তাঁর দাবি, বিরোধীরা এখানে প্রান্তিক শক্তিতে পরিণত হয়েছে। বিজেপির কাজ কেবল মানুষকে বোকা বানানো। গোবলয়ের ধাঁচে টাকা ছড়িয়ে ভোট কিনতে চাইছে বিজেপি (BJP)। যদিও এমন সস্তার রাজনৈতিক সংস্কৃতি বাংলার মানুষ ভালভাবে নেন না। ফলে ওরা যতই নোট ছড়াক, ভোট পাবে তৃণমূল কংগ্রেসই। এই সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন তৃণমূলের জেলা সভাপতি বিধান উপাধ্যায়, জামুড়িয়া ও রানিগঞ্জের বিধায়ক হরেরাম সিং ও তাপস বন্দ্যোপাধ্যায়।

Latest article