সংবাদদাতা, কোচবিহার : পুজোর মুখে বেতন বাড়ল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার অস্থায়ী শ্রমিক ও নিরাপত্তা কর্মীদের। মাসিক বেতন বাড়ল ৫০০ টাকা। পুজোর মুখে বেতন বৃদ্ধিতে উৎসবের আমেজ পরিবহণ কর্মীদের মধ্যে। দীর্ঘদিন থেকেই পরিবহণ কর্মীদের বেতন বৃদ্ধির ব্যাপারে উদ্যোগ নিয়েছিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। বুধবার কলকাতার কসবা পরিবহণ ভবনে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ২৩৩তম বোর্ড মিটিংয়ে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন-মিডিয়া ট্রায়াল রুখতে কঠোর সুপ্রিম কোর্ট, গাইডলাইন তৈরির নির্দেশ কেন্দ্রকে
এই মিটিংয়ের সভাপতিত্ব করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। মিটিংয়ে উপস্থিত ছিলেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, সচিব সৌমিত্র মোহন, পরিবহণ দফতরের রাষ্ট্রমন্ত্রী দিলীপ মণ্ডল সহ বোর্ডের সদস্য ও আধিকারিকরা৷ কর্মী নিয়োগ, নতুন গাড়ি কেনা, বিকল্প আয়ের রূপরেখা সহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই মিটিংয়ে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান, দীর্ঘদিন থেকেই তাঁরা চেষ্টা করছিলেন যাতে অস্থায়ী কর্মীদের মাসিক বেতন বৃদ্ধি হয় । অবশেষে এদিন গুরুত্বপূর্ণ আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রত্যেকের মাসিক বেতনে আরও বাড়বে ৫০০ টাকা। এই অস্থায়ী শ্রমিক ও নিরাপত্তারক্ষীরা সংস্থার সম্পদ। পুজোর মুখে এই বেতন বৃদ্ধিতে তাঁরা সপরিবারে বেশ খুশি বলে জানিয়েছেন চেয়ারম্যান।
আরও পড়ুন-কেরলে ছড়াচ্ছে নিপা আতঙ্ক, সাতটি গ্রাম কনটেনমেন্ট জোন
তিনি আরও জানিয়েছেন, যাতে সাধারণ যাত্রীরা আরও ভাল পরিষেবা পান সেজন্য ৭৩টি নতুন বাস কেনা হবে৷ যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এই আধুনিক বাসগুলি খুব দ্রুত পথে নামবে। সংস্থার দুটি গুরুত্বপূর্ণ ডিপো কৃষ্ণনগর ও ডালখোলা ডিপো নতুনভাবে সংস্কার করা হবে। এছাড়াও ড্রাইভার ও কন্ডাক্টর নিয়োগের ব্যাপারেও আলোচনা হয়েছে এদিনের মিটিংয়ে। জানা গিয়েছে সংস্থার বিভিন্ন ডিপোতে যে নিজস্ব পতিত জমি পড়ে রয়েছে সেই জমিগুলিকে কাজে লাগিয়ে নতুন উদ্যোগ শুরু করে সংস্থার আয় বাড়ানোর ভাবনা শুরু হয়েছে। এছাড়াও পুজোর মুখে শিলিগুড়ি থেকে সংস্থার উদ্যোগে চলা ট্যাক্সি সার্ভিসেও জোর দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়।