প্রতিবেদন : বেশ কয়েক বছর আগে মহামেডান স্পোর্টিং ক্লাবে এসেছিলেন। একটি প্রদর্শনী ম্যাচে অংশ নিয়েছিলেন। কিন্তু কলকাতার বুকে কখনও কোনও স্টেজ শো করেননি। এই প্রথম শহরে মেগা স্টেজ শো করলেন বলিউড তারকা সলমন খান। তাও সেটা কলকাতা ময়দানে ইস্টবেঙ্গল ক্লাবের মাঠে। নিজের জনপ্রিয় হিন্দি ছবির গানের সঙ্গে নেচে মঞ্চ মাতিয়ে দেন বলিউডের ভাইজান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে রাজ্য সরকার ও ইস্টবেঙ্গল ক্লাবের তরফে সংবর্ধনা পেয়ে আপ্লুত সলমন।
আরও পড়ুন-ডবল ইঞ্জিন নয়, এখন ট্রাবল ইঞ্জিন
রাজ্য সরকারের তরফে বলিউড তারকাকে সংবর্ধনা দেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। তুলে দেওয়া হয় স্মারক, উত্তরীয় ও পুষ্পস্তবক। ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে সলমনকে আজীবন সদস্যপদ, অভিনেতার জন্মতারিখ ২৭ নম্বর লেখা লাল-হলুদ জার্সি, শতবর্ষের কয়েন, ক্লাবের ঘাস-মাটির স্মারক দিয়ে সম্মানিত করা হয়। শীর্ষকর্তা দেবব্রত সরকার পরিয়ে দেন লাল-হলুদ উত্তরীয়। দুটি ফুটবলে স্বাক্ষর করেন অভিনেতা। অভিভূত সলমন বললেন, ‘‘কলকাতার দর্শক অসাধারণ। দুর্দান্ত এখানকার পরিবেশ। ফের এখানে ফিরে আসব। কথা দিচ্ছি, অবশ্যই ফিরব।”
আরও পড়ুন-বাংলাতেই বিজেপি বিদায়ের খুঁটিপুজো, ‘২৪-এ দেশ থেকে
সলমনের শো ঘিরে নিরাপত্তার কড়াকড়ি ছিল। ১৬ হাজার ২০০ আসনের টিকিট ছাড়া হয়েছিল। স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। বিকেল সাড়ে পাঁচটায় অনুষ্ঠান শুরুর কথা থাকলেও শুরু হয় ৬.৫০ মিনিটে। পূজা হেগড়ে, জ্যাকলিন ফার্নান্দেজ, প্রভু দেবা, আয়ুষ শর্মা, সোনাক্ষী সিনহা, গুরু রানধাওয়ারা পারফর্ম শুরু করলেও দর্শক, সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন সল্লু মিয়ার জন্য। রাত ৮টার পর সঞ্চালক মণীশ পল যখন মঞ্চে আসার জন্য সলমনের নাম ঘোষণা করলেন, গ্যালারি ফেটে পড়ল। দর্শকরা মোবাইল ক্যামেরার আলোয় স্বাগত জানালেন প্রিয় নায়ককে। পরনে কালো প্যান্ট, টি-শার্টের উপর খয়েরি রঙের জ্যাকেট চাপিয়ে মঞ্চে এসেই ভক্তদের মাতিয়ে দিলেন। হাম আপ কে হ্যায় কৌন, টাইগার জিন্দা হ্যায়, সুলতান, দাবাংয়ের মতো নিজের সুপারহিট ছবির জনপ্রিয় গানে নাচলেন। বিরতি নিয়ে দ্বিতীয়বার মঞ্চে উঠে দর্শকদের মুখোমুখি হলেন। শেষে প্রচণ্ড গরমে একটু ক্লান্তি অনুভব করতেই সঞ্চালকের হাতে জলের বোতল ছুঁড়ে দিয়ে বললেন, ‘‘কলকাতা ইজ টু হট।” তবু ভরা গ্রীষ্মেও হিট সলমন শো। একটাই আকুতি ক্লাবের সভ্য-সমর্থকদের। সলমন খান নাইটে তো ক্লাবে আলো জ্বলল। ফুটবল মাঠে জ্বলবে তো মশাল?