মাসখানেক আগে নিজের এবং পরিবারের নিরাপত্তার জন্য আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন বলিউড তারকা সলমন খান (Salman Khan)। শেষ পর্যন্ত সলমনকে সেই অনুমতি দেওয়া হল। মে মাসে পাঞ্জাবের গায়ক সিধু মুসেওয়ালাকে খুনের পর তাঁকেও খুনের হুমকি দেওয়া হয় বলে অভিনেতা অভিযোগ করেন। সে কারণেই সলমনকে আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি দেওয়া হল। সলমনের বাবা সেলিম খান (Selim Khan) পুলিশকে জানান, জুন মাসে তাঁরা তাঁদের বাড়িতে একটি হুমকি চিঠি পান। সলমন প্রতিদিন জগিং করে যেখানে বসে বিশ্রাম নেন সেখানেই চিঠিটি রাখা ছিল। তার পরই জুলাই মাসে মুম্বইয়ের পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে সলমন (Salman Khan) আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি চান। সলমন পুলিশকে জানান, নিজের ও পরিবারের আত্মরক্ষার্থে তিনি একটি বন্দুক রাখতে চান। বন্দুক থাকলে তিনি তাঁর পরিবারকে রক্ষা করতে পারবেন।
আরও পড়ুন: আবার আন্দোলন হবে হুঁশিয়ারি কৃষকনেতার