সামান্য ঝাড়ুদার থেকে এসবিআইয়ের জেনারেল ম্যানেজার পদে প্রতীক্ষা

Must read

প্রতিবেদন : স্বামীকে হারিয়ে মুম্বইয়ের স্টেট ব্যাঙ্কের এক শাখায় ঝাড়ুদার পদে যোগ দিয়েছিলেন বছর কুড়ির সদ্যবিধবা প্রতীক্ষা তন্ডওয়ালকর (Pratiksha Tondwalkar)। কিন্তু ৩৭ বছর পর সেই প্রতীক্ষা স্টেট ব্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পদে নিযুক্ত হয়ে সকলকে চমকে দিলেন।

প্রতীক্ষা (Pratiksha Tondwalkar) জানিয়েছেন, দারিদ্রের কারণে বিয়ের আগে তিনি তেমন লেখাপড়া শেখেননি। এমনকী, স্কুলের গণ্ডিও পার করেননি। কিন্তু স্বামীর মৃত্যুর পর চাকরিতে যোগ দিয়ে তিনি সিদ্ধান্ত নেন তাঁর নিজের এবং ছেলের জীবনযাত্রার মান আরও উন্নত করতে হবে। এরপরই ব্যাঙ্কের কঠিন পরিশ্রম সামলেও শুরু করেন লেখাপড়া। দিনের বেলা ব্যাঙ্কের বিভিন্ন কাজ সামলে নাইট কলেজে পড়াশোনা শুরু করেন তিনি। এভাবেই তিনি প্রথমে স্কুলের গণ্ডি পার করেন। তারপর দ্বাদশ ও স্নাতক হন। ১৯৯৫ সালে স্নাতক হওয়ার পর তিনি ব্যাঙ্কের করণিক হিসেবে যোগ দেন। ২০০৪ সালে একজন অফিসার হিসেবে তাঁর পদোন্নতি হয়। এরপরও পড়াশোনার পাশাপাশি ব্যাঙ্কের পদোন্নতির পরীক্ষা দিতে থাকেন প্রতীক্ষা। জুন মাসে প্রতীক্ষা স্টেট ব্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পদে যোগ দিয়েছেন। আর মাত্র দু’বছর পর চাকরি জীবন থেকে অবসর নেওয়ার কথা এই লড়াকু মহিলার।

আরও পড়ুন: আবার আন্দোলন হবে হুঁশিয়ারি কৃষকনেতার

প্রতীক্ষা জানিয়েছেন, তাঁকে আজ এই জায়গায় আসতে তাঁর পরিবারের সদস্যরা যেমন সাহায্য করেছেন তেমনি সর্বতোভাবে সাহায্য করেছেন ব্যাঙ্কের কিছু সহকর্মী। মাত্র ২০ বছর বয়সে স্বামীকে হারানোর পর দ্বিতীয়বার বিবাহ করেন প্রতীক্ষা। দ্বিতীয় স্বামীও এবং তাঁর প্রথম সন্তান তাঁকে পর্যাপ্ত সহযোগিতা করেছেন বলে স্বীকার করে নিয়েছেন এই কর্মঠ ও উচ্চাকাঙ্ক্ষী মহিলা। দু’বছর পর কর্মজীবন থেকে অবসর নিলেও তিনি থেমে থাকতে চান না। গরিব মানুষের কাজে লাগতে ইতিমধ্যেই তিনি ন্যাচারোপ্যাথি উপর একটি কোর্স সম্পূর্ণ করেছেন।

Latest article