চাপের কাছে মাথা নত নয়, ফের বললেন সঞ্জয়

Must read

প্রতিবেদন : কট্টর বিজেপি বিরোধিতার মাশুল দিতে হল সাংসদ সঞ্জয় রাউতকে। রাজনৈতিক প্রতিহিংসাবশত তাঁকে গ্রেফতার করেছে ইডি। তবে যত চাপই আসুক, রাউতের পাশেই থাকবে দল। সোমবার স্পষ্ট বোঝালেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (EX CM Uddhav Thackeray)। এদিন সঞ্জয়ের বাড়িতে যান উদ্ধব। দেখা করেন সঞ্জয়ের মায়ের সঙ্গে। উদ্ধব আশ্বাস দেন, এই লড়াইয়ে তিনি ও তাঁর দল সঞ্জয়ের পাশেই আছেন। এদিন উদ্ধবের মুখেও শোনা গিয়েছে, জনপ্রিয় পুষ্পা ছবির সেই সংলাপ, ঝুঁকেগা নেহি। এদিন তিনি স্পষ্ট জানিয়েছেন, যত চাপই আসুক না কেন, শিবসৈনিকরা কোনওভাবেই মাথা নত করবে না। একইসঙ্গে উদ্ধব বলেন, সঞ্জয়ের জন্য তিনি গর্ববোধ করেন। কী কারণে সঞ্জয়কে গ্রেফতার করা হল তার জবাব দিতে হবে। তবে উদ্ধব নিজেই জানান, কোনও প্রলোভন ও চাপের কাছে মাথা নত না করার কারণেই সঞ্জয়কে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার অপব্যবহার করছে মোদি সরকার। এই সরকারের গণতন্ত্রের উপর কোনও ভরসা নেই। একইসঙ্গে উদ্ধব হুমকি দিয়ে বলেন, বিজেপি সরকার ও দলের শীর্ষ নেতৃত্ব বিরোধীদের কণ্ঠরোধ করতে যে পথে হাঁটছে একদিন তাঁদেরও একই পরিস্থিতির সামনে পড়তে হবে। মনে রাখতে হবে, কেউ চিরকাল ক্ষমতায় থাকে না। ক্ষমতা হারালে তাদের সঙ্গেও এই একই ব্যবহার করা হবে। এদিন আদালতে বিচারক সঞ্জয়কে ৪ অগাস্ট পর্যন্ত ইডির হেফাজতে রাখার নির্দেশ দেন। একইসঙ্গে বিচারক জানিয়েছেন, রাত ১০টার পর আর এই সাংসদকে কোনওরকম জেরা করা যাবে না। এদিকে সঞ্জয়কে গ্রেফতারের প্রতিবাদে এদিন রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় শিবসৈনিকরা। রাজ্যসভায় এই গ্রেফতারির প্রতিবাদে বিক্ষোভ দেখান শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী। তাঁকে সমর্থন করে তৃণমূল। সঞ্জয়ের ভাই সুনীল রাউত জানিয়েছেন, চলতি পরিস্থিতিতে উদ্ধব ঠাকরে এবং দলের কর্মী ও সমর্থকরা তাঁদের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন। সোমবার সঞ্জয় রাউতের মায়ের সঙ্গে দেখা করেন উদ্ধব ঠাকরে (EX CM Uddhav Thackeray)।

আরও পড়ুন: গুজরাতে মন্ত্রীর ধর্ষণ, রাজ্যসভায় প্রতিবাদ দলের

Latest article