প্রতিবেদন : পুজোর আগেই বিধাননগরের রাস্তাঘাটের হাল ফেরাতে বিশেষ উদ্যোগ নিচ্ছে পুরসভা। কোন রাস্তার কেমন অবস্থা তা খতিয়ে দেখে ইতিমধ্যেই একটি অগ্রাধিকারের তালিকা তৈরি করে ফেলেছেন সংশ্লিষ্ট দফতরের ইঞ্জিনিয়াররা। রাস্তা মেরামতির জন্য রাজ্য সরকারের নগরোন্নোয়ন দফতর মঞ্জুর করেছে মোট ১২৫ কোটি টাকা। পর্যায়ক্রমে এই টাকা এসে পৌঁছবে পুরসভার হাতে। তবে সময় নষ্ট করতে মোটেই রাজি নয় কর্তৃপক্ষ। শুরু হয়ে গিয়েছে প্যাচ ওয়ার্ক।
আরও পড়ুন-হাওড়ার হস্তশিল্প মেলায় খেলা হবে দিবস
মেয়র কৃষ্ণা চক্রবর্তী জানালেন, বর্ষার মধ্যে যেহেতু পিচের কাজ সেভাবে করা সম্ভব নয়, তাই জরুরি ভিত্তিতে রাস্তাঘাটের গর্তগুলো বুজিয়ে ফেলা হচ্ছে। প্রলেপ দেওয়া হচ্ছে এবড়ো-খেবড়ো রাস্তায়। বৃষ্টি একটু কমলেই পূর্ণ গতিতে শুরু করে দেওয়া হবে মেরামতির কাজ। আশা করা যাচ্ছে পুজোর আগেই সল্টলেক ফিরে পাবে মসৃণ ঝকঝকে রাস্তা। যানবাহন এবং পথচারীদের চলাচলের ক্ষেত্রে কোনও বিঘ্ন যাতে না ঘটে তারজন্য আগাগোড়াই সতর্ক বিধাননগর পুরসভা। তা সত্ত্বেও বেশ কিছু রাস্তার অবস্থা মোটেই ভাল নয়। ঠিক কঙ্কালসার বলা না গেলেও কয়েকটি মূল রাস্তা এবং ভেতরের রাস্তায় নানা আকারের গর্ত উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। যানবাহন এবং পথচারীদের কাছে যা বিপজ্জনক হয়ে দাঁড়াতে পারে যে কোনও মুহূর্তেই। জরুরি ভিত্তিতে সারিয়ে তোলার জন্য এই রাস্তাগুলিকেই অগ্রাধিকার তালিকার প্রথমেই রেখেছেন মেয়র কৃষ্ণা চক্রবর্তী। দ্রুত মেরামতির নির্দেশ দিয়েছেন আধিকারিকদের।