প্রয়াত বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার সমরাদিত্য পাল (Samaraditya Pal) ওরফে বাচ্চু পাল। বয়স হয়েছিল ৮৪ বছর। পরিবারের তরফে জানা গিয়েছে, বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন বর্ষীয়ান আইনজীবী। আজ, বৃহস্পতিবার ভোরে নিউ আলিপুরের বাড়িতে মৃত্যু হয় সমরাদিত্য পালের। তাঁর (Samaraditya Pal) মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।
আরও পড়ুন: বিজেপির আইটি সেলের মিথ্যাচারে গণ-পদত্যাগ
শোকবার্তায় মুখ্যমন্ত্রী বলেছেন, “আমি প্রয়াত সমরাদিত্য পালের সহধর্মিণী জাস্টিস রুমা পাল সহ আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”
বরিষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সমরাদিত্য পাল সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টে বহু গুরুত্বপূর্ণ মামলা অত্যন্ত দক্ষতার সঙ্গে সওয়াল করেন। সংবিধানের ভাষ্যে ও আইনের ব্যাখ্যায় শ্রদ্ধেয় ভাষ্যকার ছিলেন। ভারতীয় সংবিধান নিয়ে তাঁর অমূল্য গ্রন্থাবলী আছে। তাঁর প্রয়াণে আইন জগতের অপূরণীয় ক্ষতি হল।