প্রতিবেদন: বিজেপি-শাসিত উত্তরপ্রদেশের স্বাস্থ্য ব্যবস্থার নমুনা। রোগীকে ‘মৃত’ ঘোষণা করে চিকিৎসক ডেথ সার্টিফিকেট ইস্যু করার পর বাড়িতে নিয়ে গিয়ে দেখা গেল সেই ব্যক্তি জীবিত আছেন। অথচ ততক্ষণে মৃত্যুর খবরে বাড়িতে উঠেছে কান্নার রোল। শেষকৃত্যের জন্য দেহ আনা হয়েছে বাড়িতে। তারপরেই সকলকে অবাক করে চিকিৎসা বিজ্ঞানকে বুড়ো আঙুল দেখিয়ে নড়ে ওঠে ‘মৃতদেহ’। দেখা যায়, একেবারে স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন ওই ব্যক্তি। তিনি জীবিতই আছেন।
আরও পড়ুন-পড়ুয়া ও শিক্ষকদের সঙ্গে নিয়ে সচেতনতা প্রচার হাওড়া ব্রিজের ট্রাফিক গার্ডের ওসির
চমকে দেওয়ার মতো এমন ঘটনা ঘটেছে বিজেপি রাজ্য উত্তরপ্রদেশে। আর এই ঘটনায় যোগীরাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল নিয়ে প্রশ্ন উঠছে। আর যাকে ঘিরে এই কাণ্ড, তিনিও অবশ্য কম ‘কেউকেটা’ নন। উত্তরপ্রদেশের আগ্রার বিজেপির প্রাক্তন সভাপতি মহেশ বাঘেল। তাঁকেই মৃত ঘোষণা করে ডেথ সার্টিফিকেট দিয়েছিল হাসপাতাল।
আরও পড়ুন-উপলক্ষ্য আদিবাসী দিবস, ঝাড়গ্রাম যাচ্ছেন মুখ্যমন্ত্রী
পরিবারের তরফে জানা গিয়েছে, সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি ঘটলে বর্ষীয়ান নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে মহেশ বাঘেলকে মৃত বলে ঘোষণা করেন। প্রাক্তন বিজেপি নেতার মৃত্যুর খবর নিমেষে ছড়িয়ে পড়ে। কান্নায় ভেঙে পড়ে পরিবার। এরপর হাসপাতাল থেকে বাঘেলকে নিয়ে আসা হয় সরাইখাজার বাড়িতে। নেতার মৃতদেহে শ্রদ্ধা জানাতে বাড়িতে ভিড় জমতে শুরু করে।
আরও পড়ুন-ব্যর্থতা ঢাকতে মিথ্যে গল্প ফাঁদছে ইডি, ক্ষোভ প্রকাশ অভিষেকের
শেষকৃত্যের প্রস্তুতি যখন শেষ পর্যায়ে তখনই হঠাৎ চোখ খোলেন মহেশ। শরীরের অঙ্গপ্রত্যঙ্গে নড়াচড়া দেখা যায়। সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বিষয়টি প্রকাশ্যে আসার পর শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন আগ্রার বিজেপির প্রাক্তন জেলা সভাপতি মহেশ বাঘেল। মহেশের ছোট ভাই লখন সিং বাঘেল জানান, দাদা এখন ভাল আছেন। রক্তচাপ স্বাভাবিক।