নমুনা পরীক্ষা আর বেঙ্গালুরুতে নয়, জলাতঙ্ক নির্ণয় এবার বেলেঘাটাতেই 

Must read

প্রতিবেদন : আর বেঙ্গালুরু-নির্ভরতা নয়। জলাতঙ্ক নির্ণয় করা যাবে এবারে কলকাতাতেই। বেলেঘাটা আইডি হাসপাতালেই তৈরি হচ্ছে জলাতঙ্ক নির্ণয়ের অত্যাধুনিক ল্যাবরেটরি। রাজ্যে এই প্রথম। রাজ্যের স্বাস্থ্য দফতরের নিঃসন্দেহে এ এক প্রশংসনীয় উদ্যোগ। এতদিন জলাতঙ্ক নির্ণয়ের জন্য বাংলাকে পুরোপুরি নির্ভর করতে হত বেঙ্গালুরুর উপরে। প্রতিটি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হত সেখানে। কিন্তু পুরো বিষয়টা অত্যন্ত সময়সাপেক্ষ। প্রথম কথা, নমুনা পাঠানোর ক্ষেত্রেই বেশকিছু সমস্যা দেখা দেয়। তারপরে রিপোর্ট পেতে অপেক্ষা করতে হয় প্রায় ৩০ ঘণ্টা। এবারে এই ল্যাবরেটরি তৈরি হচ্ছে বেলেঘাটা আইডি (Beleghata ID)-তেই। স্বাভাবিকভাবেই রোগ নির্ণয়ে সময় নষ্ট হবে না অযথা। ফলে চিকিৎসাও শুরু করা সম্ভব হবে অত্যন্ত দ্রুত। শুধু কলকাতা মহানগরী বা বাংলা নয়, বেলেঘাটা আইডি হাসপাতালে এই অত্যাধুনিক জলাতঙ্ক নির্ণয় ল্যাবরেটরি তৈরি হলে লাভবান হবে গোটা পূর্ব ভারতই। উপকৃত হবেন ঝাড়খণ্ড, অসম, ত্রিপুরার মতো বিভিন্ন প্রতিবেশী রাজ্যের বাসিন্দারাও। আইডি (Beleghata ID) হাসপাতালসূত্রে খবর, ইতিমধ্যেই প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার কাজ শুরু হয়ে গিয়েছে। দিল্লি গিয়ে প্রশিক্ষণও নিয়ে এসেছেন হাসপাতালের চিকিৎসকরা। প্রশিক্ষিত করা হচ্ছে ল্যাব টেকনিশিয়ানদের। কাজ শুরু হলে নিঃসন্দেহে এক স্বতন্ত্র মাত্রা পাবে রাজ্যের চিকিৎসা ব্যবস্থা।

Latest article