ভিসা-চাপে চিন

Must read

কোভিডের কারণে দেশে ফিরে আসা ২২ হাজার ভারতীয় পড়ুয়া চিনে যেতে পারছেন না। কারণ চিন অনুমতি দিচ্ছে না। এবার ইটের বদলে পাটকেল ছুঁড়ল ভারত। পালটা পদক্ষেপ হিসেবে চিনা (China) নাগরিকদের পর্যটক ভিসা দেওয়ার প্রক্রিয়া বন্ধ করা হয়েছে। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ)-এর সূত্রে এই তথ্য পাওয়া গিয়েছে। আইএটিএ জানিয়েছে, গত ২০ এপ্রিল কেন্দ্রের একটি নির্দেশিকায় বলা হয়েছে, চিনের (China) নাগরিকদের ইস্যু করা পর্যটন ভিসার আর কোনও বৈধতা নেই। যদিও ব্যবসা, চাকরি, কূটনৈতিক ভিসা পেতেই পারেন চিনারা। এখনও করোনা সংক্রমণের কারণ দেখিয়ে ভিসা প্রক্রিয়ার পাশাপাশি ভারতের উড়ানেও নিষেধাজ্ঞা বহাল রেখেছে চিন।

Latest article