সংবাদদাতা, জঙ্গিপুর : গঙ্গার জলস্তর কিছুটা কমার সঙ্গে সঙ্গে ফের একবার ভয়াবহ ভাঙনের মুখে পড়ল মুর্শিদাবাদের (Samsergunj- Murshidabad) সামশেরগঞ্জ থানার মহেশটোলা এবং প্রতাপগঞ্জ। একাধিক বাড়ি গঙ্গায় তলিয়ে যাওয়ার পর এবার ভাঙনের গ্রাসে তলিয়ে যেতে বসেছে সামশেরগঞ্জের কাঁকুরিয়া থেকে ধুলিয়ান যাওয়ার রাজ্য সড়ক।
আরও পড়ুন: মধ্যপ্রদেশের রেওয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত বহু, মর্মাহত মুখ্যমন্ত্রী
শুক্রবার রাজ্য সড়কের ধারে একটি বাতিস্তম্ভ তলিয়ে গিয়েছে। পাশাপাশি শুক্রবার রাতে প্রতাপগঞ্জ (Samsergunj- Murshidabad) এলাকায় কাঁকুরিয়া-ধুলিয়ান রাজ্য সড়কের ওপর আড়াআড়িভাবে ফাটল দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের শঙ্কা, দু-একদিনের মধ্যেই এই রাস্তাটি তলিয়ে যাবে। তাহলে ধুলিয়ান থেকে কাঁকুরিয়া যাওয়ার সরাসরি যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়বে। প্রতাপগঞ্জ-মহেশটোলা গ্রামে ভাঙনে বাড়ি-ঘর তলিয়ে যাওয়া শনিবার সকালেও অব্যাহত। বোগদাদনগর পঞ্চায়েত প্রধান ভৃগুরাম সরকার বলেন, ‘গত বছর থেকে ভাঙন শুরু হয়েছে। মহেশটোলা এবং প্রতাপগঞ্জ এলাকার প্রায় সমস্ত চাষের জমি নদীগর্ভে। ধীরে ধীরে বসতবাড়িগুলোও নদীগর্ভে যাচ্ছে। গত ১৫ দিনে প্রায় ৫০টি পাকা বাড়ি তলিয়ে গিয়েছে। আরও প্রায় ৭০টি বাড়ি যে কোনও সময় বিলীন হয়ে যেতে পারে। শনিবার সকালেও দুটি পাকাবাড়ি নদীগর্ভে গিয়েছে। মহেশটোলা ও প্রতাপগঞ্জ এলাকার ৯৪টি পরিবার গৃহহীন হয়ে ত্রাণশিবির ও আত্মীয়দের বাড়িতে বসবাস করছেন। রাজ্য সরকার বালির বস্তা ফেলে ভাঙন প্রতিরোধে চেষ্টা করলেও যে অঞ্চলে ভাঙন চলছে সেখানে জলের গভীরতা ৯০-১১০ ফুট। ফলে ভাঙন আটকানো সম্ভব হচ্ছে না।’