বালি ও মাটি চুরি রুখতে অভিযান, গ্রেফতার সাত

Must read

সংবাদদাতা, কাঁথি : বালি ও মাটি–মাফিয়াদের (Sand and Soil) বিরুদ্ধে পূর্ব মেদিনীপুর জুড়ে অভিযান শুরু করেছে ভূমি দফতর ও পুলিশ প্রশাসন। ভগবানপুর জুনপুট ও বগুড়ানজলপাইতে পুলিশি অভিযানে গ্রেফতার হয়েছে বেশ কয়েকজন দুষ্কৃতী। দুই মেদিনীপুরে কেলেঘাই নদীর চর থেকে অবৈধভাবে পাচার হচ্ছিল মাটি। মাটি তোলায় পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছিল। পাশাপাশি বাড়ছিল বন্যার প্রবণতা। অভিযোগ পেয়ে অভিযানে নামে ভগবানপুর থানার পুলিশ। পিন্টু প্রধান, রবীন্দ্রনাথ সামন্ত ও মদনকুমার ভক্তা নামে তিনজনকে গ্রেফতার করে। কাঁথিতে বাগদা চিংড়ির ভেড়ি তৈরির নামে বেআইনিভাবে মাটি চুরির (Sand and Soil) অভিযোগেও শুরু হয়েছে যৌথ অভিযান। জুনপুট কোস্টাল থানার পুলিস চারজনকে গ্রেফতার করেছে। একটি জেসিবি মেশিন ও দুটি ট্রাক্টর বাজেয়াপ্ত করেছে। এরই মধ্যে বগুড়ানজলপাই এলাকায় অভিযানে যাওয়া পুলিশকর্মীকে হেনস্থার ঘটনায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি আয়ত্তে আসে। হাজরা মোড় এলাকা–সহ দেশপ্রাণ ব্লকের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরেই ভেড়ি তৈরির নামে মাটি কেটে লরি কিংবা ট্রাক্টরে পাচার করা হচ্ছিল। বিএলএলআরও দফতরের আধিকারিক ও বিডিও শুভজিৎ জানা পুলিশ নিয়ে অভিযানে নামেন। চারজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হেফাজত দিয়েছেন।

আরও পড়ুন: কালবৈশাখীতে দুই জেলায় মৃত্যু ৪ জনের

Latest article