প্রতিবেদন : সন্দেশখালির (Sandeshkhali- Supreme Court) সঙ্গে মণিপুরের ঘটনার তুলনা করা যায় না। সোমবার এমনটাই পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। বিচারপতি বিভি নাগরত্ন ও বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহর বেঞ্চ সাফ জানিয়ে দেয়, কলকাতা হাই কোর্টে এই সংক্রান্ত মামলা চলছে। তাই এখনই এই মামলায় হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট। আবেদনকারীদের কলকাতা হাই কোর্টে মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। শীর্ষ আদালতের এই নির্দেশের পর আবেদনকারী আলখ অলোক শ্রীবাস্তব মামলা প্রত্যাহার করে নেন।
শীর্ষ আদালতের (Sandeshkhali- Supreme Court) ডিভিশন বেঞ্চ এদিন জানায়, হাই কোর্টও এই বিষয়টিকে অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে দেখছে। এছাড়া কোনও ভাবেই মণিপুরের ঘটনার সঙ্গে সন্দেশখালির ঘটনার তুলনা চলেনা। সুপ্রিম রায়ে বিরোধীদের ভিত্তিহীন অভিযোগ নস্যাৎ হয়ে গেল। মুখ পুড়ল তাঁদের।
এদিকে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, তালিকা মেনেই হবে সন্দেশখালি নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানি। ধীরে ধীরে রাজ্য সরকার ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে সন্দেশখালির। সময় যত গড়াচ্ছে প্রতিদিনই সেখানে গায়ের জোরে অশান্তির চেষ্টা করছেন বিরোধীরা। যদিও পুলিশ কড়া হাতে পরিস্থিতি সামাল দিচ্ছেন। এছাড়া এলাকায় শান্তি ফেরাতে একাধিক জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
আরও পড়ুন- বাংলায় হেরে প্রতিহিংসা, বিজেপির জমিদারির অবসান ঘটাব আমরাই