প্রতিবেদন : বিজেপির ন্যক্কারজনক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠলেন সন্দেশখালিরই(Sandeshkhali) মহিলারা। সোমবার সন্দেশখালিতে (Sandeshkhali) প্রতিবাদ-মিছিল হয়। সন্দেশখালি ত্রিমণি থেকে শুরু হয়ে লঞ্চঘাট, পূর্বপাড়া, মাঝেরপাড়া হয়ে ত্রিমণি বাজারে এসে শেষ হয় মিছিল। মিছিলে পা মেলান কয়েক হাজার মহিলা এবং তৃণমূল কর্মীরা। বিজেপি এই ঘৃণ্য চক্রান্তের প্রতিবাদে তীব্র নিন্দার ঝড় ওঠে। সন্দেশখালির মহিলাদের নিয়ে বিজেপি নোংরা খেলা খেলেছে। তাতেই প্রমাণিত হয় বিজেপিতে মহিলাদের কোনও সম্মান নেই। তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন মন্ত্রী শশী পাঁজাও। একটি ভিডিও বার্তায় তিনি বলেন, সন্দেশখালির নারী সম্মানকে পণ্য করে গদ্দার অধিকারীর ও তাঁর বিজেপি রাজনৈতিক ফায়দা তুলতে চেয়েছিল। সস্তা রাজনীতি করতে আর ভোটের ঝুলি ভরতে ৫০০-১০০০ টাকায় সন্দেশখালির মা-বোনেদের সম্ভ্রম বিক্রি করেছে বিজেপি! একথা আপনার অজনা নয়, তাই আপনাকে ক্ষমা চাইতে হবে। সুর চড়িয়েছেন সাংসদ সাগরিকা ঘোষও। তিনি মোদি, শাহের দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, এই মাতৃভূমিকে কলুষিত করেছেন আপনারা। তারপরেও কোন মুখে আসছেন বাংলায়?