আজ বৃহস্পতিবার থেকে পাঠকপাঠিকাদের দরবারে পেশ হবে ‘সান্ধ্য জাগোবাংলা।’ সকালের প্রভাতী সংস্করণের পাশাপাশি রোজ বিকেলে প্রকাশিত হবে সান্ধ্য ই-সংস্করণ বুলেটিন। বিকেল পর্যন্ত সব টাটকা খবর ও বিশ্লেষণ। দলীয় নেতা, কর্মী, সংগঠকরা ই-সংস্করণ, পিডিএফ ফাইল পাবেন এবং হোয়াটসঅ্যাপ ও অন্যান্য মাধ্যমে ছড়িয়ে দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রথম সাপ্তাহিক হিসেবে প্রকাশিত হয়েছিল জাগোবাংলা (Jago Bangla)। পরে ২০২১ সালে নেত্রীর পরিকল্পনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এর প্রভাতী দৈনিক সংস্করণ প্রকাশিত হয়। এবার আজ বিকেল থেকে শুরু হচ্ছে সান্ধ্য বুলেটিন। আজ বিকেলে জাগোবাংলা (Jago Bangla) দফতরে সান্ধ্য সংস্করণ আনুষ্ঠানিক প্রকাশ করবেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী শশী পাঁজা। পৌরোহিত্য করবেন সম্পাদক, সাংসদ সুখেন্দুশেখর রায়।