অভিষেক মুশকিল আসান হয়ে হাজির হচ্ছেন জনতার দরজায়

Must read

প্রতিবেদন : কোচবিহার থেকে জনসংযোগ যাত্রা শুরুর পর থেকেই মানুষ তাঁদের নানা সমস্যা নিয়ে হাজির হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কাছে। দলের সর্বভারতীয় সম্পাদকও নিজের সাধ্যমতো চেষ্টা করছেন সমস্যা সমাধানে। আর কর্মসূচির সঙ্গে সেগুলির সমাধানও করে চলেছেন। এক কথায়, মুশকিল আসান হয়ে হাজির হচ্ছেন জনতার দরজায়।
বুধবার জামুরিয়ার সভা থেকে সাধারণ মানুষকে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) আশ্বস্ত করেন তাঁদের জলের সমস্যা খুব দ্রুত মিটে যাবে। একইসঙ্গে ওই অঞ্চলে দীর্ঘদিন ধরেই একটি ফায়ার ইঞ্জিন রাখার দাবি ছিল বাসিন্দাদের। এদিন সেই দাবি পূরণের আশ্বাসও দিয়েছেন অভিষেক।
উত্তর দিনাজপুরের বাসিন্দা সমীর সান্যাল কাগজপত্রের সমস্যায় রেশন পাচ্ছিলেন না। এই সমস্যার কথা তিনি অভিষেককে জানিয়েছিলেন। শোনার পর দ্রুত ব্যবস্থা নিয়ে সমীর সান্যালের সমস্যার সমাধান করে দিয়েছেন তিনি। এবার রেশন পাবেন সমীর ও তাঁর পরিবার।
মুর্শিদাবাদের আমতলা গ্রামীণ হাসপাতালে মহিলা কর্মীরা কাজের পরিবেশ সংক্রান্ত বিষয়ে অভিযোগ জানিয়েছিলেন। দ্রুত ব্যবস্থা নিয়ে সেখানে কাজের পরিবেশ ফিরিয়ে দিয়েছেন অভিষেক।

আরও পড়ুন: অভিষেকের নির্দেশে ২৪ ঘন্টার মধ্যে বেহাল রাস্তা পরিদর্শন করেন প্রশাসনিক কর্তারা

Latest article