খেলা

এটাই শেষ মরশুম : সানিয়া

মেলবোর্ন, ১৯ জানুয়ারি : অনেকদিন ধরেই ভুগছেন চোট-আঘাত সমস্যায়। চেনা ছন্দে পাওয়া যাচ্ছিল না তাঁকে। তবুও লড়াই চালিয়ে যাচ্ছিলেন। তবে আর নয়, এই বছরের শেষেই নিজের টেনিস জীবনে ইতি টানছেন সানিয়া মির্জা। অবসরের পরিকল্পনা সেরে ফেলেছেন ভারতীয় টেনিস সুন্দরী।
বুধবার অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের ডবলস থেকে বিদায় নেওয়ার পর সানিয়া জানিয়ে দিলেন, এই বছরই শেষবারের মতো কোর্টে দেখা যাবে তাঁকে। অর্থাৎ পরের বছর থেকে আর টেনিস র‍্যাকেট হাতে দেখা যাবে না শোয়েব মালিকের স্ত্রীকে। এদিন সাংবাদিক বৈঠকে সানিয়া বলেন, ‘‘ঠিক করেছি, এটাই আমার শেষ মরশুম। এক একটা সপ্তাহ ধরে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। জানি না বছরের শেষ পর্যন্ত খেলতে পারব কি না। কিন্তু আমি চাই এই মরশুমটা খেলতে।”

আরও পড়ুন-আজ আমার দিন ছিল, দাবি ডুসেনের

২০০৩ সালে পেশাদার টেনিস শুরু করেন। ভারতের প্রথম এবং একমাত্র মহিলা টেনিস খেলোয়াড় হিসেবে মোট ৬টি গ্র্যান্ডস্ল্যাম জয়ের নজির রয়েছে সানিয়ার। ডবলস ও মিক্সড ডবলসে তিনটি করে স্ল্যাম জয়। শেষবার গ্র্যান্ডস্ল্যাম জয় মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বেঁধে ২০১৬-র অস্ট্রেলিয়ান ওপেনে। সব থেকে বেশি সাফল্য হিঙ্গিসের সঙ্গে জুটিতে। মেয়েদের মধ্যে ডবলসে বিশ্বের এক নম্বর প্লেয়ার হয়েছেন। সিঙ্গলসে সর্বোচ্চ ২৭ নম্বরে উঠেছিলেন তিনি। এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসেও পদক রয়েছে তাঁর। বর্তমানে সানিয়ার র‍্যাঙ্কিং ৬২। দীর্ঘ কেরিয়ারে ৪৩টি খেতাব জিতেছেন। ২০১৩ সালে সিঙ্গলস থেকে সরে দাঁড়িয়ে শুধু ডবলস

আরও পড়ুন-বিরাট ফিরতেই হাতছাড়া ম্যাচ

ও মিক্সড ডবলসে মনোনিবেশ করেন।
ডবলসে তাঁর জয়ের শতকরা হার ৬৯.৪ শতাংশ। সানিয়া জানিয়েছেন, তিনি বেশ কয়েকটি কারণে টেনিস থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম কারণ অবশ্যই ফিটনেস। সানিয়া বলেন, ‘‘চোট পেলে রিকভারিতে এখন অনেক সময় লাগছে। বয়সটাও তো বাড়ছে। আজ খেলার সময় আমার হাঁটুতে যন্ত্রণা হচ্ছিল। তাছাড়া তিন বছরের ছেলের কথাও ভাবতে হচ্ছে। ওকে নিয়ে দেশ-বিদেশে ঘুরতে হচ্ছে। তবে এই মরশুমটা খেলতে চাই। কারণ, কোর্টে ফেরার জন্য অনেক পরিশ্রম করেছি। সব সময় চেয়েছি, সমস্ত মায়েদের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করতে। যাতে মায়েরা তাদের স্বপ্নপূরণ করার চেষ্টা করতে পারে।”
আসলে বছর কয়েক আগে টেনিস থেকে মাতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন সানিয়া। ২০১৮ সালে পুত্রসন্তানের জন্ম দেন ভারতীয় টেনিস আইকন। এর পর অতিমারিতে কোর্টে ফেরার সম্ভাবনাও থমকে যায়। সঙ্গে চোট সমস্যা ছিলই। তাই নতুন মরশুমে কোর্টে ফিরেই অবসর পরিকল্পনা জানিয়ে দিলেন সানিয়া।

Jago Bangla

Recent Posts

জানুয়ারিতেই দ্বিতীয় দফায় ইন্টারভিউ, বিজ্ঞপ্তি পর্ষদের

প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…

17 minutes ago

‘অনুমোদন’ পোর্টালের জাতীয় স্বীকৃতি, ডিজিটাল পরিকাঠামোয় পুরস্কৃত রাজ্য সরকার

রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…

37 minutes ago

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…

2 hours ago

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

4 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

8 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

8 hours ago