দুবাই, ২০ ফেব্রুয়ারি : দুবাই ওপেনে মেয়েদের ডাবলসে সানিয়া মির্জা খেলবেন এটিপির ২৩ নম্বর সিঙ্গলস প্লেয়ার আমেরিকার ম্যাডিসন কিসকে জুটি নিয়ে। পেশাদার টেনিসে এটাই সানিয়ার শেষ টুর্নামেন্ট। ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ হবে এই টুর্নামেন্ট। তিনবারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে দুবাই ওপেনে খেলবেন বলে জানানো হয়েছে।
আরও পড়ুন-মালদহে প্রথম ফুলবাগিচায় উন্মুক্ত পাঠাগার ‘বইবাগান’
ছ’টি গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয়ী সানিয়া তাঁর ২২ বছরের টেনিস কেরিয়ার দুবাই ওপেনে খেলে শেষ করবেন বলে গত জানুয়ারিতে জানিয়েছিলেন। রোহন বোপান্নাকে সঙ্গে নিয়ে তিনি অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসের ফাইনালে উঠেছিলেন। এই মুহূর্তে সানিয়ার ডাবলস র্যাঙ্কিং হল ২৮। তিনি ৪৪টি ডব্লুটিএ খেতাব জিতেছেন কেরিয়ারে। দুবাই ওপেনে ৫৬ জন সিঙ্গলস ও ২৮ জন ডাবলসে অংশ নেবেন। মেয়েদের সিঙ্গলসে ইগা সুইয়াটেক, আরিয়ানা সাবালেঙ্কা অংশ নেবেন। ছেলেদের সিঙ্গলসে আকর্ষণ হতে চলেছেন নোভাক জকোভিচ, আন্দ্রে রুবেলভ, ড্যানিয়েল মেডভেডেভ, আলেকজান্ডার জারেভ ও দু’বারের ফাইনালিস্ট মারে। সানিয়া অস্ট্রেলিয়ান ওপেনের পর আবুধাবি ওপেনের ডাবলসে অংশ নিয়েছিলেন। সেখানে তিনি হেরে গিয়েছিলেন।