সৌমালি বন্দ্যোপাধ্যায়, হাওড়া: বড়দিনের আগেই খুলছে সাঁতরাগাছি ব্রিজ (Santragachi Bridge)। ৩১ ডিসেম্বর নয়, সম্ভবত ২৫ ডিসেম্বর বড়দিনেই সাঁতরাগাছি সেতু দিয়ে স্বাভাবিক যান চলাচল শুরু হয়ে যাবে। সেই লক্ষ্যেই দিনরাত এক করে সাঁতরাগাছি সেতু (Santragachi Bridge) মেরামতের কাজ চলছে। মূলত সেতুর এক্সপানশন জয়েণ্টগুলি মেরামত করা হচ্ছে। এর মধ্যে কলকাতামুখী লেনের এক্সপানশন জয়েন্টগুলির অবস্থা বেশি খারাপ। সেগুলিকে বেশিরভাগই বদল ও মেরামত করা হচ্ছে। ১৯ নভেম্বর থেকে কাজ শুরু হয়েছিল। সেদিন থেকেই সমস্ত পণ্যবাহী গাড়ি চলাচল এই সেতু দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। ভোর ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত যাত্রিবাহী গাড়ি শুধুমাত্র কলকাতা থেকে হাওড়ামুখী লেন দিয়ে যাতায়াত করছে। রাতে পুরোপুরি বন্ধ থাকছে সেতু। ৩১ ডিসেম্বর পর্যন্ত এই নিয়ন্ত্রণ কার্যকর করার কথা জানানো হয়েছিল। পূর্ত দফতর সূত্রে জানা গিয়েছে, তার আগেই সেতু পুরোপুরি খুলে দেওয়ার লক্ষ্যে কাজের গতি আরও বাড়ানো হয়েছে। বড়দিনের আগেই যাতে সেতু পুরোপুরি যান চলাচলের জন্য খুলে দেওয়া যায়, তার জন্য আরও অতিরিক্ত শ্রমিক কাজে নিয়োগ করা হয়েছে। দিনরাত এক করে তাঁরা কাজ করে চলেছেন। পূর্ত দফতরের পদস্থ কর্তারা দাঁড়িয়ে থেকে কাজের তদারকি করছেন। জনস্বাস্থ্য কারিগরি ও পূর্তমন্ত্রী পুলক রায়ও কাজের অগ্রগতি খতিয়ে দেখতে সাঁতরাগাছি সেতু পরিদর্শন করেন। কীভাবে কাজ চলছে তাও খুঁটিয়ে দেখেন তিনি। মন্ত্রী পুলক রায় জানান, ‘৩১ ডিসেম্বরের পরিবর্তে আমরা বড়দিনে ব্রিজ পুরোপুরি খুলে দেওয়ার লক্ষ্যে কাজ কাজ চালিয়ে যাচ্ছি।’ নির্ধারিত সময়ের আগেই সেতু খুলে দেওয়ার কথা শুনে খুশি অনেকেই। এমনিতে সাঁতরাগাছি সেতু দিয়ে প্রতিদিন গড়ে ৭০ হাজার গাড়ি চলাচল করে। সেইসব গাড়ির অধিকাংশই ঘুরপথে যাতায়াত করছে। ফলে যাতায়াতের সময় বেশি লাগছে। কিছু ক্ষেত্রে যানজটও হচ্ছে। এই সমস্যার দ্রুত সমাধানে ও মানুষের সুবিধার জন্য নির্ধারিত সময়ের আগে বড়দিনে সাঁতরাগাছি সেতু খুলে দেওয়ার লক্ষ্যমাত্রা রেখে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে পূর্ত দফতর।
আরও পড়ুন-প্রয়াত সারদা মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষা, শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর