নেই রোহিত, টেস্টের প্রস্তুতি শুরু ভারতের

দলে এলেন অভিমন্যু-সাইনি

Must read

নয়াদিল্লি ও চট্টগ্রাম, ১১ ডিসেম্বর : যাবতীয় আশঙ্কা সত্যি করে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন রোহিত শর্মা। রবিবার বিসিসিআই আনুষ্ঠানিকভাবে এই খবর জানিয়েছে। রোহিতের (Rohit Sharma) পরিবর্ত হিসেবে নেওয়া হয়েছে বাংলার অভিমন্যু ঈশ্বরনকে। একই সঙ্গে ভারতীয় বোর্ড জানিয়েছে, রবীন্দ্র জাদেজা ও মহম্মদ শামিকে গোটা সিরিজে পাওয়া যাবে না। তাঁদের জায়গায় নেওয়া হয়েছে সৌরভ কুমার ও নভদীপ সাইনিকে। রোহিতের অনুপস্থিতিতে প্রথম টেস্টে (Test-India) দলকে নেতৃত্ব দেবেন কে এল রাহুল। সহ-অধিনায়ক চেতেশ্বর পূজারা।

এদিকে, রবিরার থেকেই আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু করে দিল টিম ইন্ডিয়া (Test-India)। ওয়ান ডে সিরিজ হাতছাড়া হওয়ার পর, এই টেস্ট সিরিজকে বাড়তি গুরুত্ব দিচ্ছে ভারতীয় শিবির। বুধবার চট্টগ্রামে প্রথম টেস্ট ম্যাচ। রবিবার থেকেই নেটে নেমে পড়েন রবিচন্দ্রন অশ্বিন, শুভমন গিলরা। তবে ঐচ্ছিক প্র্যাকটিস হওয়ায় বিরাট কোহলি-সহ যাঁরা তৃতীয় ওয়ান ডে ম্যাচ খেলেছেন, তাঁরা বিশ্রাম নেন। এদিনই শিবিরে যোগ দিয়েছেন ঋষভ পন্থ। চোটের জন্য ওয়ান ডে সিরিজ শুরু হওয়ার আগেই বাঁ হাতি কিপার-ব্যাটারকে দেশে ফেরত পাঠানো হয়েছিল। তবে দলে ফের যোগ দিলেও, ঋষভের চোট নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থাকছে। এদিন প্র্যাকটিসে ফিল্ডিং কোচ টি পি দিলীপকে দেখা গেল আরেক উইকেটকিপার শিকর ভরতেদর দিকে বাড়তি নজর দিতে। এছাড়া ভারতীয় নেটে উপস্থিত ছিলেন অভিমন্যু ঈশ্বরনও। রাহুল দ্রাবিড় নেটে বাড়তি নজর দিলেন তাঁর দিকে। অভিমন্যুকে আলাদা করে টিপসও দেন টিম ইন্ডিয়ার কোচ। যদিও ভারতীয় শিবিরের খবর, রোহিতের অনুপস্থিতিতে প্রথম টেস্টে রাহুলের সঙ্গে ওপেন করবেন শুভমন। এদিন ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের তত্ত্বাবধানে নেটে অনেকক্ষণ ব্যাট করলেন তিনি। শুভমনের পাশাপাশি নেটে ব্যাট করতে দেখা গেল অশ্বিনকেও। সোমবার পুরোদমে প্র্যাকটিসে নেমে পড়বেন ভারতীয়রা।

আরও পড়ুন-মেসিকে রুখতে চাই শৃঙ্খলাবদ্ধ ফুটবল, বলছেন মদ্রিচদের কোচ দালিচ

Latest article