মেসিকে রুখতে চাই শৃঙ্খলাবদ্ধ ফুটবল, বলছেন মদ্রিচদের কোচ দালিচ

Must read

দোহা, ১১ ডিসেম্বর : লুইস ভ্যান গল হতে চান না জ্লাটকো দালিচ (Zlatko Dalic- Lionel Messi)। ডাচ কোচের মতো আগাম হুমকি না দিয়ে অঙ্ক কষে লিওনেল মেসির দৌড় থামাতে চাইছেন লুকা মদ্রিচদের কোচ।
তারকাখচিত ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ক্রোয়েশিয়া। এবার সামনে মেসির আর্জেন্টিনা। দুর্দান্ত ফর্মে রয়েছেন মেসি নিজে। ইতিমধ্যেই চার-চারটে গোল করে ফেলেছেন আর্জেন্টাইন মহাতারকা। মঙ্গলবার রাতের ম্যাচে মেসিই যে তাঁর দলের ঘুম কেড়ে নিতে পারেন, তা মেনে নিচ্ছেন দালিচও। ক্রোয়েশিয়া কোচ বলছেন, ‘‘মেসির মতো প্লেয়ারকে আটকাতে গেলে আমাদের ডিসিপ্লিনড ফুটবল খেলতে হবে। রক্ষণকে জমাট রাখতে হবে। ওকে বিন্দুমাত্র ফাঁকা জমি দেওয়া চলবে না। দিলেই বিপদে পড়ব।’’

আরও পড়ুন-মানসিকভাবে বিধ্বস্ত : নেইমার

দালিচ (Zlatko Dalic- Lionel Messi) আরও বলেন, ‘‘বল পায়ে পেলে মেসি ভয়ঙ্কর। তাই আমাদের সতর্ক থাকতে হবে। তবে ব্রাজিল ম্যাচে আমরা দেখিয়েছি, পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে যে কোনও দলকে হারানো সম্ভব।’’ ক্রোট কোচের বক্তব্য, ‘‘মেসি আর্জেন্টিনা দলের আসল খেলোয়াড়। ও-ই খেলাটা নিয়ন্ত্রণ করে। তাই এক মুহূর্তের জন্যও ওকে চোখের আড়াল করা চলবে না।’’
এদিকে, ইতিহাস কিন্তু মেসিদের পক্ষে। পরিসংখ্যান বলছে, বিশ্বকাপের সেমিফাইনালে উঠলে আর্জেন্টিনা হারে না! এর আগে যে চারবার (১৯৩০, ১৯৮৬, ১৯৯০ এবং ২০১৪) আর্জেন্টিনা সেমিফাইনালে উঠেছে, প্রতিবারই জিতেছে। ১৯৭৮ সালে দেশের মাটিতে আয়োজিত বিশ্বকাপ জেতার পথে অবশ্য আর্জেন্টিনাকে সেমিফাইনাল খেলতে হয়নি। সেবার টুর্নামেন্ট হয়েছিল আলাদা ফরম্যাটে।

Latest article