লখিমপুর খেরির ঘটনার প্রত্যক্ষদর্শীর উপর হামলা

অভিযোগের তির মন্ত্রিপুত্রের বিরুদ্ধে

Must read

প্রতিবেদন : উত্তরপ্রদেশের লখিমপুর খেরি-কাণ্ডে (Lakhimpur Kheri Violence) অন্যতম প্রত্যক্ষদর্শী দুই ভাই প্রবজ্যোৎ সিং এবং তাঁর ভাই সর্বজিৎ সিং। এই দুই ভাইয়ের উপর হামলার অভিযোগ উঠল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রের বিরুদ্ধে। প্রবজ্যোৎ এবং তাঁর ভাই সর্বজিতের অভিযোগ, তাঁদের উপর তরোয়াল দিয়ে হামলা চালিয়েছেন আশিসের ঘনিষ্ঠ অনুগামীরা। প্রবজ্যোৎ কোনও রকমে পালিয়ে বাঁচলেও তরোয়ালের আঘাতে মাথায় গুরুতর চোট পেয়েছেন সর্বজিৎ। ইতিমধ্যেই তিকুনিয়া থানায় অভিযোগও দায়ের করেছেন প্রবজ্যোৎ। পুলিশের কাছে দায়ের করা অভিযোগে কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের নাম উল্লেখ করেছেন তিনি। রবিবার প্রবজ্যোৎ সংবাদমাধ্যমকে জানান, তাঁরা দুই ভাই একটি অনুষ্ঠানে গিয়েছলেন। সেখানেই তিনজন তাঁদের উপর তরোয়াল নিয়ে হামলা চালায়। তরোয়ালের কোপ পড়ায় সর্বজিতের মাথায় গুরুতর আঘাত লাগে।

যদিও যোগীর পুলিশ এই ঘটনায় মন্ত্রিপুত্রকে আড়াল করতে মাঠে নেমে পড়েছে। পুলিশের দাবি, এই ঘটনার সঙ্গে লখিমপুর খেরির (Lakhimpur Kheri Violence) ঘটনার কোনও যোগ নেই। দুই গোষ্ঠীর ঝামেলার কারণেই ওই ঘটনা ঘটেছে। লখিমপুর খেরির পুলিশ সুপার সঞ্জীব সুমন জানিয়েছেন, তিকুনিয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। ওই অভিযোগ তাঁরা তদন্ত করে দেখছেন। জখম ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
২০২১ সালের ৩ অক্টোবর উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষকদের জমায়েতে গাড়ি চালিয়ে চার কৃষককে খুন করার অভিযোগ উঠেছিল আশিসের বিরুদ্ধে। কিন্তু ঘটনার দিনই সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন আশিসের বাবা তথা কেন্দ্রীয় মন্ত্রী অজয় ওরফে টেনি। যদিও মন্ত্রীর সেই দাবি শেষ পর্যন্ত ধোপে টেকেনি। ওই মামলায় সম্প্রতি আশিসের বিরুদ্ধে খুনের চার্জ গঠন করা হয়েছে। শীঘ্রই মন্ত্রিপুত্রের বিচার শুরু হবে।

আরও পড়ুন-মহারাষ্ট্রে নির্ভয়া তহবিলের টাকায় কেনা গাড়ি চড়ছে শাসক দলের সদস্যরা!

Latest article