মিতা নন্দী, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের লালগড় রাজবাড়িতে দেবী সর্বমঙ্গলা দুর্গারূপে সাড়ে তিনশো বছর ধরে পূজিতা। সাড়ে তিনশো বছর আগের চুন–সুরকির তৈরি সর্বমঙ্গলার স্থায়ী মূর্তি। রাধামাধব জিউর মন্দিরে থেকে দেবী সর্বমঙ্গলা হিসাবে পূজিতা হলেও অষ্টমী, নবমী ও দশমীতে দুর্গার মন্ত্রে পূজিতা হন, রাজবাড়ির উল্টোদিকে দুর্গামন্দিরে।
আরও পড়ুন-মহাষ্টমীতে রেকর্ড ভিড় শিল্পশহরের মণ্ডপে
শাখাকুলায় যেখানে এখন কংসাবতী বয়ে যাচ্ছে, সেখানে ছিল রাজপ্রাসাদ। নদীর স্রোতে তলিয়ে গেলে গড়ে ওঠে এই রাজবাড়ি। শেষ রাজা পৃথ্বীশনারায়ণ সাহসরায়ের ছেলে দর্পনারায়ণ এখন সেবাইত। অষ্টমীতে কুমারীপুজোর সঙ্গে ধূপ খাঁড়ারও (রাজাদের বিশেষ তরোয়াল) পুজো হয়।
লোকশ্রুতি, রাজা এই তরোয়াল দিয়ে এগারোশো বর্গির মাথা কেটেছিলেন। দেবী স্বপ্নাদেশ দেন অস্ত্রপুজোর। নবমীর দিন সকালে চ্যাঙমাছ পোড়া দিয়ে পান্তাভোগ দেওয়া হয়। আগে যাত্রার আসর বসত। রামায়ণগান হত। এখন সব অতীত। পুজোটাই চলছে।