দুবাই, ৬ নভেম্বর : বিশ্বকাপের পরই ভারতীয় দলের দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে রবি শাস্ত্রীর। প্রশ্ন ছিল, এরপর তিনি কী করবেন? কমেন্ট্রি বক্সে ফিরে যাবেন, নাকি আইপিএলকে বেছে নেবেন। দ্বিতীয় সম্ভাবনাই জোরালো হচ্ছে। আমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির মালিক সিভিসি ক্যাপিটালস তাঁকে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে বলে খবর। শাস্ত্রী অবশ্য বিশ্বকাপের মধ্যে এই নিয়ে কথা বলতে চাননি। তিনি কয়েকদিন সময় চেয়েছেন। সাত বছর ভারতীয় দলের সঙ্গে কাটানোর পর বিরাট কোহলিদের হেড কোচ এবার রাহুল দ্রাবিড়ের হাতে ব্যাটন তুলে দিয়ে বিদায় নিচ্ছেন। কিন্তু এখন শোনা যাচ্ছে, তাঁর মতো ক্রিকেট মস্তিষ্ককে কমেন্ট্রি বক্সে ফিরতে দিতে নারাজ আমেদাবাদ।
আরও পড়ুন : আবুধাবিতে উইলিয়ামসনরা জিতলেই ভারতের আশা শেষ
শুধু শাস্ত্রী একা নন, তাঁর টিম অর্থাৎ বোলিং কোচ ভরত অরুণ ও ফিল্ডিং কোচ আর শ্রীধরকেও নিতে চায় সিভিসি ক্যাপিটালস। শাস্ত্রীর মতো এঁদেরও ভারতীয় দলে কোচের মেয়াদ শেষ হচ্ছে বিশ্বকাপেই। শাস্ত্রী আইপিএলে কোচ হলে আর কমেন্ট্রি বক্সে ফিরতে পারবেন না। তাহলে স্বার্থ-সংঘাতের প্রশ্নে জড়িয়ে যাবেন। কয়েকদিন আগে আসন্ন আইপিএলের জন্য দু’টি বাড়তি দলকে নিয়েছে বিসিসিআই। যার একটি হল আমেদাবাদ। অন্যটি লখনউ। সেক্ষেত্রে পরের আইপিএলে ম্যাচের সংখ্যাও বেড়ে যাবে। ইতিমধ্যেই দশ দলের আইপিএল নিয়ে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে তুমুল আগ্রহের সৃষ্টি হয়েছে।