প্রতিবেদন : আমার বাড়ি সাগরের মুড়িগঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়িতে। স্বামী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে সংসার। স্বামী প্রতাপ পড়ুয়া দিনমজুরি করেন। খুবই কষ্টে দিন কাটে আমাদের। এই অবস্থায় আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়ি। ডাক্তার জানান, জটিল অস্ত্রোপচার করা দরকার, আর তার জন্য দরকার প্রচুর টাকা। আমাদের পরিবারের যা অবস্থা, তাতে অত টাকা জোগাড় করা সম্ভব ছিল না। ভাগ্যক্রমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথীর কার্ড করানো ছিল। এই কার্ডই আমার প্রাণ বাঁচিয়ে দিল। কলকাতার একটি হাসপাতালে আমার অস্ত্রোপচার হয়েছে। এখন পুরোপুরি সুস্থ। দিদিকে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই।