ধরমশালা, ২৭ ফেব্রুয়ারি : চোটা সারিয়ে জাতীয় দলে ফিরেই দারুণ ফর্মে রবীন্দ্র জাদেজা। বাঁ হাতি স্পিনার অলরাউন্ডারকে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে ব্যাটিং অর্ডারের ওপরের দিকে তুলে এনেছেন অধিনায়ক রোহিত। প্রথম ম্যাচে চার নম্বরে ব্যাট করতে নেমে ৩ রানে অপরাজিত ছিলেন জাদেজা। দ্বিতীয় ম্যাচে পাঁচ নম্বরে নেমে মাত্র ১৮ বলে বিস্ফোরক ৪৫ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছে তাঁর ব্যাট।
এই প্রথমবার টি-২০ ক্রিকেটে পাঁচ নম্বরে ব্যাট করলেন। জাদেজা বলছেন, ‘‘আমার ওপরে আস্থা রাখার জন্য রোহিতকে ধন্যবাদ। ওর বিশ্বাস ছিল, আমি ব্যাটিং অর্ডারের ওপরের দিকে গিয়েও দলের জন্য রান করতে পারি। আশা করি, ভবিষ্যতে যখনই সুযোগ পাবো, সব সময় এভাবে চেষ্টা করবো এবং নিজের সেরাটা দেবো।’’
আরও পড়ুন-শ্রেয়সের স্ট্রেট ড্রাইভ দেখে ফেডেরার-জকোভিচের ফোরহ্যান্ড মনে পড়ছিল সানির
জাদেজা এর সঙ্গে আরও যোগ করেছেন, ‘‘পাঁচ নম্বরে ব্যাটিং দারুণ উপভোগ করেছি। কারণ ক্রিজে গিয়ে নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য সময় পেয়েছিলাম। ফলে নিজের ইনিংসের গতিও ইচ্ছে মতো বাড়াতে পেরেছি। পিচে পড়ে বল দ্রুত ব্যাটে আসছিল। তাই আমি টাইমিংয়ে জোর দিয়েছিলাম।’’ তিনি আরও বলেন, ‘‘চোট সারিয়ে আমি এখন সম্পূর্ণ ফিট। পুরোপুরি আত্মবিশ্বাসী। এই ছন্দ ধরে রাখতে চাই।’’