ধরমশালা, ২৭ ফেব্রুয়ারি : শ্রেয়স আইয়ারের স্ট্রেট ড্রাইভের সঙ্গে রজার ফেডেরার ও নোভাক জকোভিচের ফোরহ্যান্ডের তুলনা টানলেন সুনীল গাভাসকর! শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে ৪৪ বলে অপরাজিত ৭৪ রানের দুরন্ত ইনিংস খেলে টিম ইন্ডিয়াকে জিতিয়েছেন শ্রেয়স। দলও সিরিজ পকেটে পুরেছে।
আরও পড়ুন-আনিস ইস্যুতে সোমবার রামলীলা ময়দান থেকে গাঁন্ধী মূর্তি পর্যন্ত মিছিল করবে তৃণমূল ছাত্রযুব
এই ইনিংসে শ্রেয়সের স্ট্রেট ড্রাইভ এবং স্পিনারদের সোজা ব্যাটে ছয় মারার দক্ষতা দেখে মুগ্ধ গাভাসকরে মতো কিংবদন্তিও। কোনও রাখঢাক না করেই সানি বলছেন, ‘‘এই ইনিংসে শ্রেয়স যে আত্মবিশ্বাস নিয়ে ব্যাটিং করল, তা আমাকে চমকে দিয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘শুরুতেই স্ট্রেট ড্রাইভ মেরে বাউন্ডারি হাঁকালো। এরপর যে ভাবে বাঁ হাতি স্পিনারকে সোজা ব্যাটে পরপর দুটো ছয় মারলো, তা এক কথায় অনবদ্য। সাইড স্ক্রিনের সামনে দাঁড়ায়ে থাকা ফিল্ডাররা যাতে বলের নাগাল না পায়, তারজন্য শ্রেয়স দারুণ দক্ষতার সঙ্গে সোজা ব্যাটে বড় শট নিচ্ছিল। ওর শটগুলো দেখে আমার তো দুই টেনিস তারকা ফেডেরার ও জকোভিচের ফোরহ্যান্ড শটের কথা মনে পড়ে যাচ্ছিল।’’
আরও পড়ুন-কামারহাটিতে আহত তৃণমূল কংগ্রেস প্রার্থী ও এজেন্টরা, নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস
মুগ্ধ গাভাসকরের বক্তব্য, ‘‘সব মিলিয়ে অবিশ্বাস্য ব্যাটিং করল শ্রেয়স। যে ভাবে শট খেলেছে, তাতে নিজের প্রতি ওর আস্থা কতটা গভীর, তা স্পষ্ট ধরা পড়েছে।’’ সানির বাড়তি সংযোজন, ‘‘এই ভারতীয় দলের বড় সুবিধা, প্রতিটি জায়গার জন্য যোগ্য বিকল্প তৈরি আছে। এত গভীরতা এই মুহূর্তে বিশ্বের আর কোনও ক্রিকেট খেলিয়ে দেশের নেই।’’