বিজেপিতে যোগ না দেওয়ায় বোর্ড সভাপতি পদ খোয়াচ্ছেন সৌরভ! প্রতিহিংসার রাজনীতি গেরুয়া বাহিনীর

প্রশ্ন হল, সৌরভ কি আইসিসিতে যাচ্ছেন? তবে এর পিছনেও অনেক অঙ্ক। থাকতে পারে শর্তও। এজিএমেই সিদ্ধান্ত। মাঝের সাতদিন শুধু কাটাকুটির খেলা চলবে।

Must read

প্রতিবেদন : মঙ্গলবার যে মুহূর্তে রজার বিনি মনোনয়ন জমা দিলেন, সেই মুহূর্ত থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডে ব্রাত্য হয়ে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Saurav Ganguly)। পরিস্থিতি এখন এই, সব পদে মনোনয়ন জমা পড়ে গিয়েছে। প্রাক্তন সচিব নিরঞ্জন শাহ বলে দিয়েছেন, কোনও নির্বাচন হচ্ছে না। সৌরভ এরপরও ১৮ অক্টোবর বোর্ড এজিএমে থাকবেন। তবে সিএবির প্রতিনিধি হয়ে। নামের পাশে থাকবে প্রাক্তন বোর্ড সভাপতি। সম্প্রতি শীর্ষ আদালতের রায়ে বোর্ড নির্বাচনে লড়ার বাধা উঠে গিয়েছিল।

আরও পড়ুন-সমর্থকদের ধৈর্য ধরতে বললেন কনস্ট্যান্টাইন, আজ ইস্টবেঙ্গলের সামনে গোয়া

তবু সৌরভ উচ্ছ্বাস দেখাননি। দেওয়াল-লিখন পড়ে ফেলেছিলেন? কয়েকটি মহলের দাবি, সৌরভকে বোর্ড সভাপতি করা হয়েছিল বিশেষ কোনও মূল্যের দাবিতে। সেটা নাকি বিজেপিতে যোগদান। তিনি তা করেননি। রাজনীতিতে আসেননি। সেই মূল্যই কি চোকাতে হল প্রিন্স অফ ক্যালকাটাকে? রাজীব শুক্লা সহসভাপতি পদে বহাল। জয় শাহও সচিব থাকছেন বলে খবর। শুধু কাটা গেল সৌরভের নাম। প্রশ্ন তো উঠবেই। সোমবার বৈঠকে সৌরভকে আইপিএল চেয়ারম্যান হওয়ার প্রস্তাব দেওয়া হয়। প্রত্যাখ্যান করেন সৌরভ। শোনা যাচ্ছে ৬৭ বছরের বিনিকে ইয়েসম্যান হিসাবে তুলে আনা হল। ফুটবল ফেডারেশনে কল্যাণ চৌবে পা রেখেছেন। হকিতে দিলীপ তিরকে এসেছেন। এবার বিনি। প্রশ্ন হল, সৌরভ কি আইসিসিতে যাচ্ছেন? তবে এর পিছনেও অনেক অঙ্ক। থাকতে পারে শর্তও। এজিএমেই সিদ্ধান্ত। মাঝের সাতদিন শুধু কাটাকুটির খেলা চলবে।

Latest article