লন্ডন, ১৪ জুলাই : লর্ডসে জার্সি উড়িয়ে ‘দাদাগিরি’-র কুড়ি বছর পার। ২০০২ সালের ১৩ জুলাই ক্রিকেটের মক্কায় ন্যাটওয়েস্ট ট্রফি জিতেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারত। ঐতিহাসিক জয়ের কুড়ি বছর পূর্তি উপলক্ষে বাংলার মহারাজকে সংবর্ধিত করল ব্রিটিশ সংসদ। বাংলার গর্ব হিসেবে সৌরভকে এই সম্মান জানাল ব্রিটেনের পার্লামেন্ট।
আরও পড়ুন-আয় বাড়ল কলকাতা পুরসভার
এই সম্মানের জন্য ছ’মাস আগে ব্রিটিশ পার্লামেন্টের তরফে বিসিসিআই প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করা হয়। তাই ১৩ জুলাই ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের দিনটি আরও একটি কারণের জন্য স্মরণীয় হয়ে থাকল সৌরভের কাছে। গর্বের দিনে বরাবরের মতোই পাশে স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। সম্মান পেয়ে অভিভূত প্রাক্তন ভারত অধিনায়ক। সংবাদ সংস্থাকে সেই অনুভূতির কথা জানিয়ে সৌরভ বলেন, ‘‘অনেক বছর হয়ে গেল। বাঙালি হিসেবে ব্রিটিশ পার্লামেন্টে সংবর্ধিত হয়ে ভাল লাগছে।’’ যোগ করেন, ‘‘২০ বছর কেটে গেল। সত্যিই দুর্দান্ত অনুভূতি ছিল। খেলাধুলায় এমন অনুভূতি খুব কমই আসে। ইংল্যান্ডকে ইংল্যান্ডের মাটিতে হারানোর থেকে ভাল কিছু আর হয় না। বর্তমান ভারতীয় দলও ভাল করছে। ওরা টি-২০ সিরিজ জিতেছে। ওয়ান ডে সিরিজে এগিয়ে।’’ সৌরভের মেয়ে সানা লন্ডনে পড়াশোনা করেন। ৫০তম জন্মদিনটা এবার বিলেতেই কাটিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট। চলছে ভারতীয় দলের ইংল্যান্ড সফর। সব মিলিয়ে কাজের ফাঁকে পরিবারকেও সময় দিচ্ছেন মহারাজ।
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…