এক জীবনে শুধু ক্রিকেটের দুনিয়ায় নয়, বিনোদনের দুনিয়াতেও সুনাম কুড়িয়েছেন মহারাজ। বাংলার মহারাজ এবার নিজের ঘাড়ে বড় দায়িত্ব নিয়ে বসলেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক সম্পর্কে সকলেই জানে। এই ছবির জন্যই মুম্বইতেই আছেন তিনি। ছবির স্ক্রিপ্ট লেখার দায়িত্বও দাদা নিজেই নিয়ে নিলেন।
আরও পড়ুন-বাগদেবীর আরাধনায় প্রেসিডেন্সি, তৃণমূল ছাত্র পরিষদের অভিনব থিম, পৌরোহিত্য করবেন মহিলা প্রাক্তনী
এক সাক্ষাৎকারে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, বায়োপিকের প্রি প্রোডাকশনের কাজ চলছে। চুক্তি চূড়ান্ত করতে তিনি মুম্বইয়ে। তিনি বলেন, ‘আপাতত হাতে বেশ কয়েকটি কাজ নিয়ে মুম্বইতে। বায়োপিকের স্ক্রিপ্ট নিয়ে আলোচনা চলছে। আমি নিজেই স্ক্রিপ্ট লিখছি। চিত্রনাট্য নিয়ে আলোচনা হবে লাভ প্রোডাকশন হাউসের সঙ্গে। বেশ কয়েক মাস ধরে কাজ চলছে। বায়োপিক নির্মাণের তেমন অগ্রগতি হয়নি। আসলে আমার এবং প্রোডাকশন হাউসের টাইট শিডিউলের কারণে কাজটি গতি পাচ্ছিল না। এবার খুব দ্রুত কাজ হবে।’
আরও পড়ুন-ভাগবতের সভায় শিবপুর বিই-র ভাড়া করা কর্মীরা
যদিও সবচেয়ে বড় রহস্য এখনো উদ্ঘাটন হয়নি। পর্দায় কাকে দেখা যাবে দাদার ভূমিকায় সেই নিয়ে চিন্তায় ভক্তকুল। শোনা গিয়েছিল রণবীর কাপুর। এই চরিত্র বিশ্লেষণ নিয়ে সৌরভ জানান, ‘কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমি আশা করি আমরা বৈঠকের পরে ইতিবাচক কিছু ভাগ করতে পারব সবার সঙ্গে।’ মুক্তির তারিখ ঠিক হয়নি । সব ঠিক থাকলে হয়তো ২০২৪ সালে আসবে এই ছবি দেখা যাবে।