ঢাকা, ২৫ ফেব্রুয়ারি : বাংলাদেশের ক্রিকেটের অনুরাগী সৌরভ গঙ্গোপাধ্যায়। একটি বেসরকারি ব্যাঙ্কের প্রচারমূলক কাজে ঢাকায় গিয়ে শুক্রবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট। সঙ্গে ছিলেন সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। সৌরভের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর খুব ভাল সম্পর্ক। বছর তিনেক আগে ইডেন গার্ডেন্সে ভারত-বাংলাদেশ পিঙ্ক বল টেস্টের সময় হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন সৌরভ। তখন তিনি ভারতীয় বোর্ডের প্রধান।
আরও পড়ুন-সশস্ত্র দুষ্কৃতীদের হামলায় জখম ১১ তৃণমূল নেতা-কর্মী
এদিন সকালে ঢাকার গণভবনে হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সেরে সৌরভ আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর ইফতিকার আহমেদের বাড়িতে। সেখানে উপস্থিত সংবাদমাধ্যমের সামনে সৌরভ বলেন, ‘‘বাংলাদেশ ক্রিকেটে উন্নতি দেখলে বেশ ভাল লাগে আমার।’’ বাংলাদেশের ঐতিহাসিক প্রথম টেস্টের প্রতিটি মুহূর্ত সৌরভের স্মৃতিতে এখনও টাটকা। সৌরভ ছিলেন ভারতীয় দলের অধিনায়ক। বলেছেন, ‘‘সেই ম্যাচে ভাল শুরু করেছিল বাংলাদেশ। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই না হারতে হয়, এমন একটা ভয় পেয়েছিলাম। আমরা অবশ্য ম্যাচটা শেষ পর্যন্ত জিতেছিলাম।’’
আরও পড়ুন-পঞ্চায়েতের উদ্যোগে শিবিরে থাকছেন শহরের নামী আইনজীবীরা, আজ থেকে দুয়ারে আইনি পরামর্শ
আগামী অক্টোবরে ওয়ান ডে বিশ্বকাপ ভারতের মাটিতে। মেগা টুর্নামেন্টে বাংলাদেশের সাফল্যের ব্যাপারে আশাবাদী সৌরভ। বলেন, ‘‘আমি অনেক প্রত্যাশা রাখি। বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল পর্যন্ত যেতে পারে বাংলাদেশ। ব্যাটিং তো ভালই, সঙ্গে স্পিনার ও পেসাররা যদি ফর্মে থাকে, তাহলে বাংলাদেশ অনেক দূর যাবে।’’
আরও পড়ুন-কৃষকদের প্রশংসায় রাজ্যপাল
ওপারের তিন তারকা ক্রিকেটার এবারের আইপিএলে খেলবেন। সৌরভ নিজে দিল্লি ক্যাপিটালস দলের ডিরেক্টর অফ ক্রিকেট। দিল্লি দলে রয়েছেন বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। সৌরভ বলেছেন, ‘‘কেকেআরের হয়ে আগেও খেলেছে সাকিব। চ্যাম্পিয়ন দলে ছিল। মুস্তাফিজুর আমাদের দলে। বাংলাদেশে প্রতিভার অভাব নেই।’’
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…