পৃথ্বীর দিকে নজর থাকবে রোহিতদের, দাবি সৌরভের

দিল্লি ক্যাপিটালসের নেটে পৃথ্বীকে দেখে মুগ্ধ সৌরভের বক্তব্য, ‘‘পৃথ্বীকে দেখে মনে হচ্ছে ভারতীয় দলে ফেরার জন্য পুরোপুরি তৈরি।

Must read

নয়াদিল্লি, ২৮ মার্চ : রিকি পন্টিংয়ের পর এবার সৌরভ গঙ্গোপাধ্যায়। আরও একজন প্রাক্তন তারকা পৃথ্বী শ-র সমর্থনে এগিয়ে এলেন। দিল্লি ক্যাপিটালসের নেটে পৃথ্বীকে দেখে মুগ্ধ সৌরভের বক্তব্য, ‘‘পৃথ্বীকে দেখে মনে হচ্ছে ভারতীয় দলে ফেরার জন্য পুরোপুরি তৈরি। আমি নিশ্চিত, এবারের আইপিএলে পৃথ্বীর কেমন পারফরম্যান্স করে, সেদিকে রোহিত শর্মা এবং জাতীয় নির্বাচকদের নজর থাকবে। পৃথ্বী অসম্ভব
প্রতিভাবান। আগের থেকে ব্যাটার হিসেবেও অনেক পরিণত।’’

আরও পড়ুন-সুজনকে অত্যাচারী বললেন শোভনদেব

প্রসঙ্গত, ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে রান করেছেন পৃথ্বী। এর পুরস্কার হিসেবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের দলে ডাক পেয়েছিলেন। যদিও একটিও ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি। সৌরভ বলছেন, ‘‘আমি নিশ্চিত, ওর সময়ও আসবে। তবে সেটা নির্ভর করছে পরিস্থিতির উপর। এবারের আইপিএল পৃথ্বীর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ও যদি ধারাবাহিকতা দেখাতে পারে, তাহলে অবশ্যই জাতীয় দলে ডাক পাবে।’’

আরও পড়ুন-তিলজলা-কাণ্ডে ধৃত ২০, তান্ত্রিকের খোঁজে পুলিশ

এর আগে পৃথ্বীর উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিংও। ডানহাতি ভারতীয় ওপেনার ওজন অনেকটাই কমিয়ে ফেলেছেন। আগের থেকে তাই অনেক বেশি ফিট দেখাচ্ছে পৃথ্বীকে। এদিকে, সৌরভ এই সাক্ষাৎকারে আরও জানিয়েছেন, বড় টুর্নামেন্টে সাফল্যের জন্য ভারতীয় দলকে আরও আগ্রাসী মেজাজ দেখাতে হবে।’’ তিনি বলেন, ‘‘ভারতকে আগ্রাসী ক্রিকেট খেলতে হবে। বিশেষ করে, টি-২০ ফরম্যাটে। তেমন ক্রিকেট খেলার ক্ষমতা ভারতীয় দলের আছে।’’

Latest article