সংবাদদাতা, জঙ্গিপুর : বাংলা-বিহার ও ওড়িশার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার নির্মিত স্থাপত্য বাঁচাতে উদ্যোগী হলেন ‘হীরাঝিল বাঁচাও কমিটি’র সদস্যরা। প্রতি বছর কয়েক লক্ষ পর্যটক মুর্শিদাবাদে আসেন কেবল হাজারদুয়ারি দেখতে। অনেকের মনেই প্রশ্ন থাকে সিরাজউদ্দৌলা কোন বাড়িতে থাকতেন। বর্তমানে খোশবাগে সিরাজের সমাধি ছাড়া মুর্শিদাবাদে তাঁর নির্মিত উল্লেখযোগ্য স্থাপত্যের বেশিরভাগই অবশিষ্ট নেই। সময়ের সঙ্গে বিলীন হয়ে গিয়েছে। তারই অন্যতম ‘হীরাঝিল’। অনেক ঐতিহাসিক মনে করেন, শখ করে ভাগীরথীর তীরে থাকার জন্য এটি তৈরি করেন সিরাজ। ভাগীরথীর ভাঙনের কবলে বেশির ভাগটাই নদীগর্ভে। অবশিষ্ট রয়েছে কয়েকটি ইট আর সিরাজ-নির্মিত সেই প্রাসাদের কয়েকটি ভাঙা দেওয়াল। বাসিন্দারা অনেকেই মনে করেন, প্রাসাদের ভাঙা অংশই পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। তাই তাকে রক্ষার দাবিতে রবিবার আন্দোলনে নামলেন কমিটির সদস্যরা।