‘বাংলার ৭০% হিন্দু বিজেপিকে হঠিয়ে দিয়েছে তৃণমূলকে জিতিয়েছে’ জানালেন কিরন কান্ডোলকার

এক তৃণমূল নেত্রী প্রিয়া রাঠোর বলেন, এটা একুশ সেঞ্চুরি। এখন মানুষের দরকার শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামোর উন্নতি, চাকরি।

Must read

গোয়ায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির মিথ্যা প্রচারের তীব্র প্রতিবাদ করলেন গোয়ার তৃণমূল নেতৃত্ব। তৃণমূল কংগ্রেস হিন্দু বিরোধী দল এই মর্মে গোয়ায় প্রচার করছে বিজেপি। তার তীব্র সমালোচনা করে গোয়ার তৃণমূল নেতা কিরন কান্ডোলকার বুধবার বলেন, দলনেত্রী ও বাংলার মুখ্যমন্ত্রী একজন ব্রাহ্মণ পরিবারের মেয়ে। বাংলায় ৭০ % হিন্দু বসবাস করেন। ২০২১ এর বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ বিজেপিকে হারিয়ে তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয়ী করেছেন। আর গোয়ায় বিজেপি বলছে তৃণমূল হিন্দু বিরোধী। ওদের লজ্জা হওয়া উচিৎ।

আরও পড়ুন-২৬ কোটির উন্নয়ন, ঘরে ঘরে জল, আলো

কিরন কান্ডোলকার আরও বলেন, গোয়াবাসীকে বলব বিজেপির মিথ্যা প্রচারে কান দেবেন না। গোয়ার জন্য বিজেপি কিছুই করেনি। দেশের জন্যও করেনি। গোয়ার বেকারত্ব, অর্থনীতি, পর্যটন, পানীয় জল, খাদান, মৎস্যজীবী কোনও কিছুর জন্যই বিজেপি সরকার কিছু করেনি। ওদের মুখে এসব মানায় না।

গোয়ার তৃণমূল নেতা যতীশ নায়েক বলেন, বিজেপি নোংরা খেলা খেলছে৷ আসলে বিজেপিই হিন্দু বিরোধী দল। গোয়ার মানুষ যথেষ্ট বুদ্ধিমান তারা সব বোঝেন। গোয়ার কতজন হিন্দু বিজেপি সরকারের আমলে চাকরি পেয়েছে? গোয়ার উন্নয়নের জন্য বিজেপি সরকার কি করেছে? প্রশ্ন তুলেছেন যতীশ।

আরও পড়ুন-দ্রাবিড়-বিরাট প্রশংসা করায় আজাজ এখন স্বপ্নের উড়ানে

গোয়ার আর এক তৃণমূল নেত্রী প্রিয়া রাঠোর বলেন, এটা একুশ সেঞ্চুরি। এখন মানুষের দরকার শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামোর উন্নতি, চাকরি। শুধু ধর্ম বিক্রি করে এসব করা যায় না। এর জন্য দরকার হয় পরিকল্পনা ও সদিচ্ছার যা বিজেপির নে

Latest article