২৬ কোটির উন্নয়ন, ঘরে ঘরে জল, আলো

যাঁরা মাটির ঘরে বসবাস করেন অথচ দারিদ্রসীমার নিচে রয়েছেন, তাঁদের জন্য বাংলা আবাস যোজনায় সরকার বাড়ি তৈরি করে দেয়।

Must read

সংবাদদাতা, কৃষ্ণনগর : যাঁরা মাটির ঘরে বসবাস করেন অথচ দারিদ্রসীমার নিচে রয়েছেন, তাঁদের জন্য বাংলা আবাস যোজনায় সরকার বাড়ি তৈরি করে দেয়। নদিয়ায় এ বছর ৩৩ হাজার অনুমোদিত ঘরের মধ্যে ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে ৩০ হাজার ঘর। বুধবার জেলা প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বাংলা আবাস যোজনায় জেলায় ৯৭ শতাংশ বাড়ি তৈরি সম্পূর্ণ হয়েছে।

আরও পড়ুন-নদিয়ায় উন্নয়নের বার্তা নেত্রীর

অর্থাৎ রাজ্যে নদিয়ার স্থান এ ক্ষেত্রে চতুর্থ। বৃহস্পতিবার কৃষ্ণনগরে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রীকে বাংলা আবাস যোজনার উন্নয়নের গতি সম্পর্কে বিস্তারিত জানাবেন প্রশাসনিক কর্তারা। এছাড়াও জানা গিয়েছে, গত চার বছরে ১ লক্ষ ৫০ হাজার ৩ জন অনুমোদন পেয়ে ঘর তৈরি সম্পূর্ণ করেছেন। এই যোজনায় রাজ্য সরকারের তরফে তিন কিস্তিতে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হয়।

Latest article