পঞ্চায়েত নির্বাচনের (panchayat election) মনোনয়ন (nomination) পত্র জমা দেওয়া নিয়ে যে হঠাৎ করেই উত্তপ্ত বাঁকুড়া (Bankura)৷ টলি অভিনেত্রী তথা তৃণমূল নেতা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের (Sayantika Banerjee) পায়লট কারে (Pilot car) হামলা চালানোর অভিযোগ উঠল বিজেপির (BJP) বিরুদ্ধে৷ স্থানীয় বিজেপি নেতাকর্মীরা এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ৷ যদিও সেই অভিযোগ অস্বীকার করে বিজেপি।
আরও পড়ুন-শান্তিতেই চলছে মনোনয়ন জমা: বঙ্গ বিজেপির অভিযোগ ওড়ালেন লকেট
এদিন অভিযোগ করা হয় তাঁর গাড়ির উপরে অতর্কিতে হামলা চালান বিজেপি কর্মী সমর্থকেরা৷ সায়ন্তিকাকে ঘিরে তুমুল বিক্ষোভ চলে বেশ কিছুক্ষন। বিক্ষোভের ফলে একটা সময়ে পিছু হঠতে শুরু করেন সায়ন্তিকা। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
আরও পড়ুন-শিয়রে বিশ্বকাপ, জোর কদমে চলছে ইডেন সংস্কার
এই মর্মে নিজেদের টুইটার হ্যান্ডেলে তীব্র প্রতিবাদ জানিয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। সেখানে লেখা হয়, ‘লজ্জাজনক! বাঁকুড়ায় বিজেপি কর্মীরা গুন্ডামির মত একটি ঘৃণ্য কাজ করে, পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সেক্রেটারি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে আক্রমণ করেছে। রাজনৈতিক প্রতিপক্ষের ওপর পাথর নিক্ষেপ গণতান্ত্রিক রাজনীতিতে অগ্রহণযোগ্য। আমরা এই সহিংস প্রদর্শনের তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে দুর্বৃত্তদের গ্রেফতারের দাবি জানাই।’
SHAMEFUL!@BJP4India workers, in a despicable act of hooliganism, attacked the convoy of the Secretary of West Bengal Trinamool Congress, @sayantika12 in Joypur, Bankura.
Stone-throwing at political opponents is beyond unacceptable in democratic politics.
We strongly condemn… pic.twitter.com/ARriZllU7i
— All India Trinamool Congress (@AITCofficial) June 12, 2023